শিরোনাম
বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
চুক্তিতে সম্মত থাইল্যান্ড-বাংলাদেশ

চট্টগ্রাম টু রেনং চলবে জাহাজ

নিজস্ব প্রতিবেদক

সমুদ্রপথে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সঙ্গে থাইল্যান্ডের রেনং বন্দরে সরাসরি জাহাজ চলাচলের ব্যাপারে সম্মত হয়েছে দুই দেশ। খুব শিগগিরই এ-সংক্রান্ত সমঝোতা চুক্তি হবে। চুক্তি হলে উভয় দেশের মধ্যে উপকূলীয় জাহাজ চলাচল করতে পারবে। এতে পণ্য পরিবহনে সময় ও ব্যয় তিন ভাগের এক ভাগে নেমে আসবে। গতকাল নৌপরিবহন মন্ত্রণালয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায় এবং থাই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তা লে. জেনারেল প্রজাকশ্রিওথানান্দ। বৈঠকে অশোক মাধব রায় জানান, সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরের সঙ্গে থাইল্যান্ডের রেনং বন্দরে জাহাজ চলাচল করবে। এতে সময় যেমন কমবে তেমন ব্যয়ও তিন ভাগের এক ভাগে নেমে আসবে। জাহাজ চলাচল শুরু হলে মিয়ানমার ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে। বৈঠকে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোসহ দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সমুদ্র যোগাযোগের ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকসূত্র জানায়, ১৯৮৮ সালে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে মেরিটাইম সহায়তা চুক্তি সম্পন্ন হয়। যদিও  বর্তমানে তা অকার্যকর হয়ে গেছে। থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিমসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর