শিরোনাম
বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

স্কুল পোশাকের জন্য বেত্রাঘাত, শিক্ষার্থী হাসপাতালে

পাবনা প্রতিনিধি

স্কুল ড্রেস না পরে স্কুলে যাওয়ার অপরাধে পাবনার চাটমোহরে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বদলি করা হয়েছে। শনিবার চাটমোহর উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (পাইলট স্কিমভুক্ত) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রনজিনা (১২) স্কুল ড্রেস না পরে আসার অপরাধে শিক্ষক শাহীন হোসেন পিটিয়ে মারাত্মক আহত করেন। পরে ওই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে গতকাল বাড়িতে আনা হয়। আহত শিক্ষার্থী রনজিনা চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের দোলন গ্রামের সুরুজ আলীর মেয়ে। আহত শিক্ষার্থীর পিতা সুরুজ আলী জানান, তার মেয়ে রনজিনা ষষ্ঠ শ্রেণিতে পড়ে করে। শনিবার সকালে অন্য পোশাক পরে স্কুলে যায়। ড্রেস পরে না আসার অপরাধে শিক্ষক শাহীন হোসেন রনজিনাকে পেটান। শিক্ষকের বেত্রাঘাতে রনজিনা আহত হয়। শনিবার রাতে তার জ্বর আসায় পরিবারের লোকজন স্থানীয় চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এতে অবস্থার উন্নতি না ঘটায় রবিবার বিকালে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি জানান, আমি গরিব। তার উপর আমার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। স্কুল ড্রেস কিনে দিতে দেরি হওয়ার কারণে মেয়েকে শিক্ষকের হাতে মার খেতে হলো।  চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সাজিবুর রহমান বলেন, রনজিনার জ্বর কমলেও শরীরে এখনো ব্যথা রয়েছে। আঘাতের কারণে ভয় পেয়ে জ্বর আসায় একদিন চিকিৎসা দেওয়ার পর গতকাল বিকালে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান বলেন, সোমবার সকালে রনজিনার বাবা একটি অভিযোগপত্র দিলে তাত্ক্ষণিক একটি তদন্ত কমিটি করা হয়। কমিটি ঘটনার সত্যতা পেলে শিক্ষক শাহীন হোসেনকে শাস্তিমূলক বদলি করা হয়। একই সঙ্গে তদন্ত কমিটির প্রতিবেদনসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

সর্বশেষ খবর