শিরোনাম
বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

তেলের দাম পর্যালোচনা চায় সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অব্যাহত দরপতনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও দাম কমানো যায় কিনা, তা পর্যালোচনার জন্য সরকারকে তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ তাগিদ দিয়েছে।

কমিটির সদস্য আতিউর রহমান আতিক জানান, বৈঠকে তেলের দাম কমানো নিয়ে আলোচনা হয়েছে। তেলের দাম কমালে ভোক্তা পর্যায়ে প্রভাব পড়বে কিনা, দাম না কমালে সার ও বিদ্যুতের দাম কমিয়ে জনগণকে সুবিধা দেওয়া যায় কিনা— এসব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়কে এসব পর্যালোচনার করার তাগিদ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর