বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে সংবাদ

বর্জ্য ব্যবস্থাপনায় গৃহীত পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

বর্জ্য ব্যবস্থাপনায় ঢাকার দুই সিটি করপোরেশন কী পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে তিন মাসের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি  মো. ইকবাল কবিরের সমন্বয়ে  গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ এর ৪১ (ক) ধারা অনুসারে বর্জ্য ব্যবস্থাপনায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপককে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ‘অব্যবস্থাপনায়       ময়লার ভাগাড় ঢাকা’ শিরোনামে  গত ৭ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিস দেন। নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরও কোনো জবাব না পাওয়ায় ওই আইনজীবী জনস্বার্থে হাইকোর্টে এ রিট করেন। রিটের পক্ষে আইনজীবী সৈয়দ মহিদুল কবির নিজেই শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আইনজীবী সৈয়দ মহিদুল কবির জানান, বর্জ্য ব্যবস্থাপনায় আইন অনুসারে কেন যথাযথ পদক্ষেপ নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সরকার সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, দুই সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপককে রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ১৯  মে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। রিটকারী আইনজীবী জানান, ২০০৯ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের তৃতীয় তফসিলে বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশনের রাস্তায় ডাস্টবিন স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনেও পরিবেশ সংরক্ষণে পদক্ষেপ নেওয়ার কথা বলা আছে।

সর্বশেষ খবর