বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত

বিএনপির জাতীয় কাউন্সিল ১৯ মার্চ

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। গতকাল রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। কাউন্সিল সফল করতে ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাওয়ারও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। স্থায়ী কমিটির একাধিক সদস্য বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন।

আজ বেলা ১১টায় দলের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত জানাবেন।

বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার সভাপতিত্বে বৈঠকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, সভায় সমসাময়িক রাজনীতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাদের নামে বিভিন্ন মামলার আইনি মোকাবিলা নিয়ে আলোচনা হয়। ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পার্টি অফিসে অগ্নিসংযোগ নিয়েও আলোচনা হয়। এতে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য। আসন্ন কাউন্সিলের স্থান সম্পর্কে অপর একটি সূত্র জানায়, আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সোহরাওয়ার্দী উদ্যান ও পল্টন ময়দানে দলের কাউন্সিল করার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছে দলটি। সোহরাওয়ার্দী উদ্যানে গণপূর্ত বিভাগের অনুমতি মিললেও পুলিশ এখনো অনুমতি দেয়নি। তাই বিকল্প স্থান হিসেবে বসুন্ধরা কনভেনশন সিটিকে বেছে নেওয়া হয়েছে। তবে যদি ওই তিনটির কোনো একটিতে নির্দিষ্ট সময়ের আগে অনুমতি দেওয়া হয়, তাহলে স্থান পরিবর্তন হতে পারে বলে বৈঠক সূত্র জানায়।

কাউন্সিলের সম্ভাব্য তারিখ ১৯ মার্চ হলেও স্থান পরিবর্তনের কারণে তারিখও পরিবর্তন হতে পারে। তবে সবকিছু জানা যাবে, আজ বেলা ১১টায় দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে।

সর্বশেষ খবর