সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রতন মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হন পাঁচ পুলিশ সদস্য। শনিবার মধ্যরাতে সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন মিয়া উপজেলার চুন্টা উত্তরপাড়া গ্রামের  গোলাপ মিয়ার ছেলে।

তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিলেন বলে পুলিশের দাবি। পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া এলাকায় এক দল সশস্ত্র ডাকাত দল রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়া পুলিশের একটি টহল গাড়িতে ডাকাতরা হামলা চালায়। ডাকাতরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালালে পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ডাকাত দলের সদস্য রতন মিয়া মারা যান। এ ঘটনায় সরাইল থানার ওসি মো. আলী আরশাদ, এসআই আবদুল আলীমসহ আরও তিন কনস্টেবল আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতাল ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে। সরাইল থানার ওসি মো. আলী আরশাদ জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চার রাউন্ড কার্তুজ, চারটি বল্লম ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে। নিহত রতন মিয়ার বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতির অভিযোগে ছয়টি মামলা রয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় গতকাল পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি, পুলিশকে আহত করার ঘটনা এবং অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা করেছে।

সর্বশেষ খবর