শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

নতুন জীবনের আশায় ‘বৃক্ষমানব’ আজ অপারেশন

নিজস্ব প্রতিবেদক

নতুন জীবনের আশায় ‘বৃক্ষমানব’ আজ অপারেশন

নতুন জীবনের আশায় সেই ‘বৃক্ষমানব’। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বিরল রোগে আক্রান্ত আবুল বাজনদারের প্রথম অস্ত্রোপচার আজ সম্পন্ন হবে। এ নিয়ে সাধারণ মানুষের কৌতূহলেরও শেষ নেই। গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, বেলা ১১টায় তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হবে।

তিনি আরও জানান, আবুল বাজনদারের চিকিৎসায় প্রথমে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরে সদস্য সংখ্যা বাড়িয়ে নয় সদস্যের রবার্ড করা হয়েছে। প্রথমে ডান হাতের বৃদ্ধা এবং তর্জনী আঙ্গুলে অস্ত্রোপচার করা হবে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্য খাতে এ রোগটিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে জানিয়ে বলেছিলেন, আবুল বাজনদার স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত তার সব চিকিৎসার খরচ সরকার বহন করবে।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসেন খুলনার আবুল   বাজনদার (২৬)।

সর্বশেষ খবর