শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

দুই মহাসড়কে তীব্র যানজট

গাজীপুর ও সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

টানা তিন দিনের ছুটি পাওয়ায় ঘরমুখো মানুষ আর বনভোজনের গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ যানজটে অসহনীয় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে কালিয়াকৈরের চন্দ্রা ও আশপাশের এলাকায় গতকাল সকাল থেকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল ভোরে কালিয়াকৈরে রেলওভার ব্রিজে একটি লরি বিকল হয়ে পড়লে যানজটের মাত্রা আরও বৃদ্ধি পায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, ২১ ফেব্রুয়ারির কারণে টানা তিন দিনের ছুটি পেয়েছেন চাকরিজীবীরা। এ ছুটি কাজে লাগাতে মানুষ ছুটে যাচ্ছে গ্রামের বাড়ি স্বজনদের কাছে। এ কারণে বৃহস্পতিবার রাতেই মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেতে শুরু করে। এদিকে শীতের শেষ দিকে পিকনিকে যাওয়ার হিড়িক পড়েছে। পিকনিকের গাড়ি যাচ্ছে গাজীপুরের বিভিন্ন পিকনিক স্পটে। সব মিলিয়ে গতকাল সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ব্যাপকভাবে যানবাহনের চাপ বৃদ্ধি এবং ভোর ৫টার দিকে কালিয়াকৈর রেলওভার ব্রিজের ওপর একটি লরি বিকল হয়ে পড়লে মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ সকাল পৌনে ৯টার দিকে লরিটি সরিয়ে নিলে যানবাহন ধীরগতিতে চলতে শুরু করে। হাইওয়ে পুলিশ জানায়, দুপুরের দিকে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। এদিকে, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক থেকে মদনপুর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা জুড়ে সকাল ৬টা থেকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে কাঁচপুর সেতুর দুই পাশে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রামগামী যাত্রীরা সকাল থেকে দুর্ভোগে পড়েন। তিন দিনের ছুটি থাকায় যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় জট সৃষ্টি হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর