শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

দুয়ার খুলল ওমরাহ ভিসার

আজ জেদ্দা যাচ্ছেন ১৬ জন

মোস্তফা কাজল

অবশেষে ১১ মাস পর দুয়ার খুলল ওমরা ভিসার। আজ মধ্যরাতে পবিত্র ওমরা হজ পালনের জন্য জেদ্দা যাচ্ছেন ১৬ জন। ওমরাহ ভিসার আড়ালে বাংলাদেশ থেকে মানব পাচার হচ্ছে— এমন অভিযোগে ২০১৫ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশিদের ওমরাহ ভিসা দেওয়া বন্ধ রেখেছিল সৌদি আরব। তবে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যবস্থা নেওয়ায় ডিসেম্বরে বাংলাদেশিদের জন্য ওমরাহ করার দরজা ফের খুলে দেয় সৌদি সরকার। আর সে অনুযায়ী দীর্ঘ ১১ মাস পর আজ রাতে ওমরাহ ভিসায় সৌদি যাচ্ছেন ১৬ জন। সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রার মধ্যদিয়ে বাংলাদেশি ওমরাহ হজযাত্রীর সৌদি গমন প্রক্রিয়া শুরু হলো। বাংলাদেশিদের ওমরাহ পালনে সৌদি সরকার নিষেধাজ্ঞা তুলে নিলে ঢাকার সৌদি দূতাবাস ওমরাহ ভিসা দিতে শুরু করে। দীর্ঘদিন পর আবার ওমরার দ্বার উন্মুক্ত হওয়ায় খুশি অনেকে। এ ছাড়া আগামীকাল রাতে যাবেন আরও ১৪ জন। ওমরাহ এজেন্সি আল মক্কার মালিক আবু তাহের বলেন, ওমরা হজের বন্ধ দুয়ার খোলার মাধ্যমে বন্ধ হওয়া ওমরা হজের আনুষ্ঠানিকতা ফের শুরু হলো। এ ছাড়া ওমরা হজ এজেন্সির তালিকা দ্রুত প্রকাশ করার দাবি করেছেন তিনি। নইলে এজেন্সির মালিকরা আশকোনা হজ অফিসের সঙ্গে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষর করতে পারছে না। আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকার হাজী ক্যাম্পসহ সারা দেশের ইউপি ও পৌরসভা তথ্য কেন্দ্রে হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এজেন্সিগুলোর নবায়ন কার্যক্রম সম্পন্ন না হলে তারা হজ অফিসের সঙ্গে চুক্তিও সম্পন্ন করতে পারছে না। এ নিয়ে ওমরাহ এজেন্সিগুলোর মধ্যে হতাশা বিরাজ করছে। সৌদি সরকারের অভিযোগ ছিল, শতাধিক এজেন্সির মাধ্যমে সৌদি আরবে গিয়ে ১০ হাজারেরও বেশি বাংলাদেশি আর ফিরে আসেননি। আর এমন অভিযোগের ফলে গত বছর মার্চে বাংলাদেশকে ওমরাহ ভিসা দেওয়া বন্ধ করে দেয় সৌদি সরকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর