শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ডিম ও মাংসের দাম বেড়েছে স্থিতিশীল সবজি

নিজস্ব প্রতিবেদক

ডিম ও মাংসের দাম বেড়েছে স্থিতিশীল সবজি

শীত বিদায় নিয়ে বসন্ত এসেছে, কিন্তু বাজারে শীতের আমেজ রয়ে গেছে। ফলে এখনো পাওয়া যাচ্ছে হরেক রকমের শীতের সবজি। এসব সবজির দাম গত এক সপ্তাহ ধরে স্থির রয়েছে। তবে বেড়েছে খাসি, দেশি মুরগি ও গরুর মাংসের দাম। কিছুটা কমেছে রসুনের দাম। গতকাল রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

জানা যায়, গত কয়েক সপ্তাহের ব্যবধানে দফায় দফায় দাম বেড়েছে সব ধরনের মুরগির। কেজিতে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগির দাম। স্বাভাবিকভাবেই দাম বেড়েছে ডিমেরও। এ ছাড়া করলা, বরবটি, কাঁচামরিচসহ কিছু সবজির দাম কিছুটা বেড়েছে। কারওয়ান বাজারের মুদি দোকানের বিক্রেতা জসিম উদ্দিন বলেন, মুরগির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে। আর মুরগির দাম বাড়ার কারণে ডিমের দামও ডজন প্রতি বেড়েছে ৮ থেকে ১২ টাকায়। বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। চলতি মাসের শুরুতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল ১৩০ টাকা কেজিতে।  তবে দেশি ও পাকিস্তানি মুরগির দাম অপরিবর্তিত রয়েছে।  অন্যদিকে ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১০৮ টাকা দরে। ষোলশহর কর্ণফুলী মার্কেট কাঁচাবাজারের মুরগি বিক্রেতা মাহফুজ আহমেদ বলেন, মুরগির সরবরাহ কম। তাই দাম বেড়েছে। সবজিবাজার ঘুরে দেখা গেছে, টমেটো বিক্রি হচ্ছে প্রতিকেজি ১০ থেকে ১৫ টাকায়, ফুলকপি ১৫ থেকে ২০ টাকায়, বাঁধাকপি ১২-১৫ টাকা, আলু ১৮ থেকে ২০ টাকা, গাজর ১৫ থেকে ২০ টাকা, মুলা ১০ থেকে ১৫ টাকা, শসা ২৫ থেকে ৩০ টাকা, পেঁপে ২০ থেকে ২৫ টাকা, বেগুন ৩০ থেকে ৪০ টাকা, শিম ২০ থেকে ২৫ টাকা, বরবটি ৬০ টাকা, ঢেঁড়স ৬ টাকা, করলা ৩৫ থেকে ৪০ টাকা, শিমের বিচি ৬০ থেকে ৯০ টাকা, লাউ ১৫ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা।  এ ছাড়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকায়। এ ছাড়া মাছের বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়, ট্যাংরা ৩৫০  থেকে ৪০০ টাকায়, রুই মাছ ছোট বড় ভেদে ১৮০ থেকে ২৫০ টাকায়, কাতল মাছ ২২০ থেকে ৩৫০ টাকা, সিলভার কার্প ১৬০ থেকে ১৮০ টাকা, পাঙ্গাশ ১৪০ থেকে ১৭০ টাকা, সরপুঁটি ২২০ থেকে ২৬০ টাকা, শিং মাছ ৪৫০ থেকে ৫৫০ টাকা, মাগুর ৫৫০ থেকে ৫০০ টাকা, কৈ মাছ ৪০০ থেকে ৫৫০ টাকা, শোল ৪৫০ থেকে ৫০০ টাকা, বোয়াল মাছ ৪০০ থেকে ৫০০ টাকা, চিংড়ি ছোট-বড় ও জাতভেদে ৪০০ থেকে ৬৫০ টাকা, কোরাল ছোট-বড় ও জাতভেদে ২৮০ থেকে ৪৬০ টাকা, লইট্যা ১০০ থেকে ১২০ টাকা। মাংস ও মুরগির বাজার ঘুরে দেখা যায়, সোনালি (পাকিস্তানি) মুরগি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকায়, দেশি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা, গরুর মাংস হাড়সহ ৪০০, হাড়ছাড়া ৪৭০ থেকে ৪৮০ টাকা, খাসির মাংস কেজি ৫৫০ থেকে ৬০০ টাকায়।

সর্বশেষ খবর