সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
সৌদিতে সড়ক দুর্ঘটনা

দুই বাংলাদেশি পরিবারের চারজন নিহত

ঝািনইদহ প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ ও যশোরের দুই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন, ঝিনাইদহ শহরের হামদহ শেখপাড়ার সাইফুল ইসলামের স্ত্রী শিউলী বেগম (৩৬) ও তার ছেলে ঝিনাইদহ আলহেরা স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ওমর আল সাইম (১২)। এদিকে আরেক পরিবারের নিহতরা হলেন- যশোর জেলার কেশবপুর ভোগতী গ্রামের আব্বাস উদ্দিন (৩৯), তার স্ত্রী রেহানা পারভীন (৩৩)। এ দুর্ঘটনায় ঝিনাইদহের সাইফুল ইসলাম (৪৪) ও তার  মেয়ে আলহেরা স্কুলের নবম শ্রেণির ছাত্রী শাম্মি আক্তার (১৩) মারাত্মক আহত হয়ে হাসপাতালের কোমায় রয়েছেন। শনিবার দুপুরে সৌদি আরবের মক্কা শরীফ থেকে রিয়াদে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। হতাহতের খবর ঝিনাইদহের হামদহ এলাকার  শেখপাড়ায় পৌঁছালে সাইফুলের পরিবারে শোকের ছায়া নেমে আসে। সাইফুলের ভাতিজা হামদহ শেখ পাড়ার রিয়াজুল ও রকি জানান, তার চাচা ২২ বছর ধরে সৌদিতে রয়েছেন। সেখানে তার একটি গ্রিলের দোকান আছে। এ বছরের ১৮ জানুয়ারি ওমরা হজ পালন করতে চাচা সাইফুল তার স্ত্রী ও দুই সন্তানকে সৌদি আরবে নিয়ে যান। শনিবার দুপুরে মক্কা শরীফ থেকে রিয়াদে আসার পথে দুইটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাইফুলের স্ত্রী শিউলী  বেগম ও তার ছেলে ওমর আল সাইম এবং যশোরের কেশবপুর উপজেলার ভোগতী গ্রামের আব্বাস উদ্দিন ও তার স্ত্রী রেহানা পারভীন (৩২) নিহত হন। এ সময় আহত হন সাইফুল ও চাচাতো  বোন শাম্মি আক্তার। এ দুইজনকে মুমূর্ষু অবস্থায় রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, নিহতদের লাশ বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর