সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

শেখ হাসিনা ভয়কে পরোয়া করেন না -- আলাউদ্দিন নাসিম

ফেনী প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, ‘শেখ হাসিনা ভয়কে পরোয়া করেন না। ১৫ আগস্ট তার মরে যাওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। তিনি জানেন তিনি বোনাস লাইফে আছেন। এ জন্য তিনি ভয়কে পরোয়া করেন না।’ শনিবার ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা করে ও কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে এবং বিভিন্ন সময় ১৭ বার তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।’ তিনি বলেন, ‘জাতির জনক হত্যার বিচারের পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচার শুরু করাকে অনেকে অসম্ভব বলে মনে করেছিলেন। কিন্তু শেখ হাসিনা ভয়কে পরোয়া না করায় তা সম্ভব হয়েছে।’ তিনি উল্লেখ করেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগকে বিভিন্নভাবে কালিমালিপ্ত করে জাতিকে বিভক্ত করা হয়েছে। তারপর দেশ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এ দেশে রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা লাগানো হয়। অনেক রাজাকার অনেক জায়গায় মুক্তিযোদ্ধা কমান্ডার সেজেও বসেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনার সিদ্ধান্তে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। তিনি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের কাহিনী তুলে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তরুণ প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের এখনো অনেক কিছু দেওয়ার আছে। ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মীর আবদুল হান্নানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আমিন উল আহসান, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের মহাসচিব এমদাদ হোসেন মতিন, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বিকম, পৌর মেয়র হাজী আলাউদ্দিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর