সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সব ক্ষেত্রে বাংলা প্রচলনে সরকার ব্যর্থ : জাপা

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর জাপার এক আলোচনা সভায় জাপা নেতৃবৃন্দ বলেছেন, আমরা ২১ ফেব্রুয়ারি এলেই একুশের চেতনার কথা বলি এবং শহীদদের বেদিতে ফুল দিই। কিন্তু সারা বছরও শহীদ মিনার সুরক্ষার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করি না। জাপা নেতারা অভিযোগ করে বলেন, বিভিন্ন রেডিও চ্যানেল এবং টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনের নামে বাংলা ভাষাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাপা ঢাকা মহানগর সভাপতি সৈয়দ আবু হোসেন  বাবলা এমপি। আরও বক্তব্য দেন নগর সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, নগর নেতা মীর আজগর আলী, হাজী ফারুক আহমেদ, শেখ মাসুক রহমান, সুজন দে প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এগুলো দেখেও না দেখার ভান করছে। একই সঙ্গে ব্যাংক, বীমা, সরকারি-বেসরকারি অফিসেও বাংলার পরিবর্তে ইংরেজি ভাষার জয়জয়কার। সর্বোচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও রাষ্ট্রের সব ক্ষেত্রে বাংলা প্রচলনে সরকার ব্যর্থ হয়েছে বলে বক্তারা মন্তব্য করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর