শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা
ছাত্র রাজনীতি

নতুন নেতৃত্বের চ্যালেঞ্জ ছাত্রলীগের ভাবমূর্তি রক্ষা

নিজস্ব প্রতিবেদক

নতুন নেতৃত্বের চ্যালেঞ্জ ছাত্রলীগের ভাবমূর্তি রক্ষা

গঠনতন্ত্রে ২৫১ সদস্য থাকলেও এবার ৩০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের। নতুন কমিটিতে নিয়মিত ছাত্র এবং সংগঠনের ত্যাগী ও দক্ষদের যেমন মূল্যায়ন করা হয়েছে, তেমনি কিছু বিতর্কিত নেতাও ঠাঁই পেয়েছেন। অবশ্য সংগঠনের বেশির ভাগ নেতা-কর্মীই নতুন কমিটিতে খুশি। শিক্ষাঙ্গনে ও রাজপথে এ মুহূর্তে শক্তিশালী কোনো প্রতিপক্ষ নেই ছাত্রলীগের। তাই সংগঠনকে গতিশীল ও আধুনিক করে গড়ে তোলাই মূল লক্ষ্য হিসেবে নিয়েছে নতুন নেতৃত্ব। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন হিসেবে নেতা-কর্মীদের বিতর্কের ঊর্ধ্বে রেখে ছাত্রলীগের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখাটাই হবে নতুন নেতৃত্বের জন্য মুখ্য চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় একগুচ্ছ নতুন কর্মপরিকল্পনা নিয়েছে তারা। এর অংশ হিসেবে আগামী দুই বছরের মধ্যে ২০ লাখ নতুন কর্মী সংগ্রহ করে তাদের সুনির্দিষ্ট কিছু বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।  সূত্রমতে, দলের নেতা-কর্মীদের শুধু ভালো কর্মী হিসেবে নয়, ভালো ছাত্র হিসেবেও দেখতে চান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে সংগঠনটির পক্ষ হতে নেওয়া হচ্ছে শিক্ষামূলক কিছু পদক্ষেপ। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্রলীগকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতে নির্দেশনা রয়েছে খোদ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। তার নিদের্শনা অনুযায়ী ইতিমধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়কে অত্যাধুনিক ওয়াইফাই জোনের আওতাভুক্ত করা হয়েছে। স্কুল শিক্ষা, পথশিশুদের নিয়ে গণশিক্ষা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ ও বই বিতরণের মতো কর্মসূচি নিতে যাচ্ছে নতুন নেতৃত্ব। এ ছাড়াও গণমুখী ও গঠনমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করতে চায় সংগঠনটি। সেই সঙ্গে বিভিন্ন জেলার বড় বড় কলেজ, যেখানে শিক্ষার্থীর সংখ্যা ৫০ হাজারের বেশি, সেখানে ছাত্রলীগের কমিটিগুলোকে সংগঠনের জেলা কমিটির  পরিবর্তে সরাসরি কেন্দ্রের অধীনে নিয়ে আসা হবে। সংগঠন সূত্র জানায়, নিয়মিত ছাত্র ও পরিচ্ছন্নদের ছাত্রলীগের নেতৃত্বে নিয়ে আসার তাগিদ থাকলেও নতুন কমিটিতে ঠাঁই পাওয়া কিছু নেতার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। কারও কারও বিরুদ্ধে রয়েছে, ইয়াবাসহ মাদক ব্যবসা ও হত্যা মামলা। যোগ্যতা থাকার পরও পদবঞ্চিত হওয়ার অভিযোগ করছেন কেউ কেউ। এ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কিছু নেতা বিক্ষোভ প্রদর্শন করেন। জানা যায়, ছাত্রলীগের নতুন কর্ম-পরিকল্পনার মধ্যে রয়েছে শিগগিরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি নির্বাচন করা। এর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি কেন্দ্রীয় সম্মেলনের কিছুদিন আগে সম্পন্ন হয়েছে। কেন্দ্র তাদের কমিটি পূর্ণাঙ্গ করলেও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ তাদের কমিটি পূর্ণাঙ্গ করেনি। ছাত্রলীগের দফতর সূত্রে জানা যায়, দুই মহানগর কমিটি পূর্ণাঙ্গ করার কাজ চলছে। শিগগিরই কমিটি পূর্ণাঙ্গ হবে। একই সঙ্গে ছাত্রলীগের প্রধান ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ও চলছে দুই নেতা দিয়ে। শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে। ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান বলেন, আগামী ৯ মার্চ নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের কমিটি পূর্ণাঙ্গ করেই ১৬টি হলের কমিটি ঘোষণা হবে। ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী হলেও এবার কমিটি দেওয়া হবে। আর ঢাকা মেডিকেলে সম্মেলনের মাধ্যমে শিগগিরই কমিটি ঘোষণা হতে পারে। ঢামেক এর সভাপতি হুমায়ুন ইসলাম সুমন ইতিমধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের স্বাস্থ্য ও চিকিত্সা বিষয়ক সম্পাদক হয়েছেন। ঢামেকের সাবেক প্রচার ও সাংগঠনিক সম্পাদক ডা. মো. তোফাজ্জেল হক চয়নকে করা হয়েছে সহ-সভাপতি। ইডেন কলেজেও শিগগিরই ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে। এদিকে কেন্দ্রীয় নেতাদের নিয়ে সারা দেশে জেলাভিত্তিক কেন্দ্রীয় টিম গঠন হচ্ছে ছাত্রলীগের।

এ টিম জেলার বিভিন্ন থানা সম্মেলন করে জেলা সম্মেলনের মাঠ প্রস্তুত করবে। মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ শেষের দিকে এমন জেলাগুলোতে কেন্দ্রীয় প্রতিনিধি দল অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করবে। আর যেসব জেলায় পূর্ণাঙ্গ কমিটি নেই সেখানে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার প্রস্তুতি চলছে। কয়েকটি জেলার পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে জমাও পড়েছে। যাচাই-বাছাই করে তার অনুমোদন দেওয়া হবে। ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা ছাত্রলীগকে আরও প্রযুক্তিনির্ভর, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বিশেষে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করে, তৃণমূলকে আরও কাছাকাছি আনতে কর্মসূচি নির্ধারণ করছি। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, নিয়মিত শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করে সংগঠনকে আরও গতিশীল ও আধুনিক করে গড়ে তোলাই মূল লক্ষ্য আমাদের সামনে।

সর্বশেষ খবর