শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা
চাঁপাই আ’লীগে পাল্টাপাল্টি

গোলাম রাব্বানী এমপির পক্ষে-বিপক্ষে কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দল ভাঙার অভিযোগ এনে শিবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। অন্যদিকে গোলাম রাব্বানী এমপিকে বহিষ্কারের দাবিতে আওয়ামী লীগের অন্য একটি অংশ চাঁপাইনবাবগঞ্জ শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মডেল স্কুলের সামনে মানববন্ধন করা হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কারিবুল হক রাজিন, শামসুর রহমান, ডিউক চৌধুরী, জেনারুল ইসলাম, ছাত্রনেতা আবুল কাসেম জুম্মা প্রমুখ। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি মঈন উদ্দিন মণ্ডল ও সাধারণ সম্পাদক আবদুল ওদুদ এমপি জামায়াত নেতা সাঈদীর মামলার রায়ের পর জামায়াত-শিবিরের তাণ্ডবে শিবগঞ্জ থেকে পালিয়ে যাওয়া তৎকালীন জেলা সভাপতি মোহাম্মদ এনামুল হককে আবারও পুনর্বাসিত করার জন্য শিবগঞ্জে দল ভাঙার খেলা শুরু করেছেন। তারই অংশ হিসেবে উপজেলা সভাপতি গোলাম রাব্বানী এমপিসহ তিন নেতাকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে চিঠি দিয়েছে। অন্যদিকে উপজেলার দাদনচক মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পোড়ানোর দায়ে অবিলম্বে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আহমদ নাজমুল কবীর মুক্তা ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর্জা শাহাদাৎ হোসেন খুররমকে গ্রেফতারের দাবি জানানো হয়। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের সেন্টু মার্কেটের সামনে গোলাম রাব্বানী এমপিসহ আওয়ামী লীগের অন্য একটি অংশ মানববন্ধন কর্মসূচি পালন করে।এ সময় সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি টুটুল খান, আবদুল বারি প্রমুখ। বক্তারা গোলাম রাব্বানীসহ তিন নেতাকে বহিষ্কারের দাবি জানান।

সর্বশেষ খবর