শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশে হাজার কোটি টাকার মালিক ১৫ জন

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশে হাজার কোটি টাকার মালিক ১৫ জন। আর প্রায় ১১ হাজার কোটিপতি রয়েছেন। ‘দ্য ওয়েলথ রিপোর্ট ২০১৬ : দ্য গ্লোবাল পারসপেক্টিভ অন প্রাইম প্রপার্টি অ্যান্ড ওয়েলথ’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনটি গত বুধবার প্রকাশিত হয়েছে। তবে স্বীকৃত কোনো বিলিয়নিয়ার বাংলাদেশে নেই বলে জানিয়েছে অতি ধনীদের সম্পদ নিয়ে গবেষণাকারী সংস্থা যুক্তরাজ্যভিত্তিক নাইট ফ্রাংক।

প্রতিবেদনে    বলা হয়েছে, ২০১৪ সালে বাংলাদেশে কোটিপতির যে সংখ্যা ছিল, ২০১৫ সালে তার সঙ্গে আরও ৮০০ জনের নাম যুক্ত হয়েছে। ২০১৪ সালে দেশে কোটিপতির সংখ্যা ছিল ৯ হাজার ৮শ’। ২০১৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬শ’ জনে। আগামী এক দশকে বাংলাদেশে কোটিপতির সংখ্যা কেমন হতে পারে, তারও একটা ধারণা দিয়েছে নাইট ফ্রাংক। সংস্থাটি বলছে, ২০২৫ সালে দেশে কোটিপতির সংখ্যা দাঁড়াবে প্রায় ২১ হাজার। এ ছাড়া ২০২৫ সালে হাজার কোটি টাকার নিট সম্পদের মালিকের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৯ জনে। এদিকে দেশে এক কোটি ডলারের (৮০ কোটি টাকা) উপরে নিট সম্পদের মালিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪০। ২০১৪ সালে এ পরিমাণ সম্পদের মালিক ছিলেন ৩১০ জন। আর ২০০৫ সালে সংখ্যাটি ছিল ১৪০। নাইট ফ্রাংক বলছে, ২০২৫ সালে বাংলাদেশে এক কোটি ডলারের উপরে নিট সম্পদের মালিকের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৬০ জনে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর