শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

অবশেষে ফায়ার সার্ভিস উদ্ধার করল বিড়ালটিকে

নিজস্ব প্রতিবেদক

অবশেষে ফায়ার সার্ভিস উদ্ধার করল বিড়ালটিকে

কুকুরের তাড়া খেয়ে গাছে উঠেছিল বিড়াল, সেখানে কাকের আক্রমণ। নিজেকে বাঁচাতে এ ডাল ও ডাল আর গাছ বদল করে একেবারে গাছের মগডালে। সেখানেই বিড়ালের কাটল অভুক্ত তিন দিন। শেষ পর্যন্ত তিন দিন পর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করলেন অভুক্ত বিড়ালটিকে। এ ঘটনা ঘটেছে বাংলাদেশ সচিবালয়ে। কৃষিমন্ত্রীর গাড়িচালক আজগর আলী মুন্সি সাংবাদিকদের জানান, সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনের একটি গাছের মগডালে মঙ্গলবার একটি বিড়াল দেখেন তিনি। বুধবারও বিড়ালটি একই জায়গায় বসে ছিল। তিনি বলেন, মঙ্গলবার বিড়ালটিকে গাছ থেকে নামিয়ে আনতে এক কর্মচারীকে ১০০ টাকা দেওয়ার প্রস্তাব দিলেও সে রাজি হয়নি। পরে তিনি সচিবালয়ের ফায়ার সার্ভিস ইউনিটে গিয়ে সেখানকার কর্মকর্তাদের ঘটনাটি জানান। গতকাল বিকালে ফায়ার সার্ভিসের সচিবালয় ইউনিটের কর্মকর্তারা প্রধান কার্যালয়ে খবর পাঠান। খবর পেয়ে বিকাল পৌনে ৪টার দিকে একটি স্কাই লিফট নিয়ে হাজির হন ফায়ার সার্ভিসের চার কর্মী। তাদের সঙ্গে যোগ দেন সচিবালয় ইউনিটের আরও চারজন। আধাঘণ্টা চেষ্টার পর নামিয়ে আনা হয় বিড়ালটিকে। বিড়ালটিকে উদ্ধার করে সচিবালয়ের কর্মচারীদের একটি ক্যান্টিনে নিয়ে প্রথমে পানি খেতে দেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। তবে ভয়ে পানিতে মুখ দিচ্ছিল না বিড়ালটি। পরে ভিড় কমিয়ে দিয়ে ভাত দেওয়া হয়। শুধু ভাতে মুখ না দেওয়ায় মাছের কাঁটার সঙ্গে দেওয়া হয় এক টুকরো মাছ। এরপর খেতে শুরু করে বিড়ালটি। পরে বিড়ালটিকে সচিবালয়ের ভিতরেই ছেড়ে দেওয়া হয়। সিরাজুল ইসলাম নামের এক গাড়িচালক জানান, মঙ্গলবার বিড়ালটি প্রথমে যে গাছে ?উঠেছিল সেখানে কাকের বাসা রয়েছে। কাকের তাড়া খেয়ে বিড়ালটি ডাল বেয়ে পাশের গাছে চলে যায়। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, প্রাণ সেইভ করার জন্য কাজ করি। আমরা প্রত্যেক প্রাণেরই মূল্য দিয়ে থাকি। তিনি বলেন, বিড়াল উদ্ধারে ব্যবহার করা স্কাই লিফটটি ১৭০ ফুট উপরে উঠতে সক্ষম। আর বিড়ালটি উদ্ধার করা হয়েছে আনুমানিক ৩০ ফুট উপর থেকে।

এদিকে স্কাই লিফট দিয়ে বিড়ালকে উদ্ধার অভিযান শুরু হলে সচিবালয়ের কয়েকশ উত্সুক কর্মকর্তা-কর্মচারী সেখানে ভিড় করেন। বিড়ালটিকে নিচে নামিয়ে আনার সঙ্গে সঙ্গে তারা হাততালি দেন। কেউ কেউ আবার নিজের মোবাইল ফোনে এ অভিযানের ছবিও ভিডিও ধারণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর