শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা
কৃষি সংবাদ

মৌচাষে স্বাবলম্বী পানছড়ির মণি

জহুরুল আলম, খাগড়াছড়ি

পানছড়ির দেবল মণি চাকমা সফল মৌ চাষি হিসেবে পরিচিত মুখ। তিনি নিজ বাড়ির আশপাশ ও সরিষা ক্ষেতের পাশে মৌ চাষ ও মধু আহরণ করেন। এ চাষ করে তিনি অর্থনৈতিকভাবে এখন স্বাবলম্বী।

দেবল মণি চাকমা জানান, ৬ বছর ধরে মৌ চাষ করে মধু আহরণ করছেন। বর্তমানে মধু আহরণের জন্য তার ১৩টি বাক্স রয়েছে। প্রতিটি বাক্সে ১টি করে রাণীকে বিশেষ কায়দায় আটকে রেখে তা থেকে মধু সংগ্রহের কাজ চলছে। রাণীর সঙ্গে থাকা অন্য মৌমাছিরা ফুলের পাঁপড়ি থেকে মধু সংগ্রহ করে নির্ধারিত বাক্সে নিয়ে আসে। এভাবে প্রতি সপ্তাহে ১৬ থেকে ১৮ কেজি মধু আহরণ করেন তিনি। পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আলাউদ্দিন শেখ জানান, মৌচাষের ফলে প্রাকৃতিক পরাগায়ন ঘটে। যার ফলে ফসলের ২০ ভাগ উৎপাদন বৃদ্ধি পায়। এলাকায় মধু চাষের ব্যাপকতা বাড়লে মানুষের অপুষ্টি দূরীকরণে তা যেমন সহায়ক হবে, পাশাপাশি আর্থিকভাবে চাষিও লাভবান হবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর