রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

শেষ রাতে অস্ত্র ছাড়াই লুটপাট চালায় ওরা আটজন

গাজীপুর প্রতিনিধি

শেষ রাতে অস্ত্র ছাড়াই লুটপাট চালায় ওরা আটজন

গাজীপুরের কালিয়াকৈর শফিপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় গ্রেফতারকৃত দুজনের মধ্যে একজন গতকাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, গ্রেফতার মিন্টুকে গতকাল দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাহমিনা খানম শিল্পীর আদালতে হাজির করা হয়। এ সময় মিন্টু ১৬৪ ধারায় আদালতের     কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিচারক জবানবন্দি লিপিবদ্ধ করার পর মিন্টুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। অপর আসামি লাভলু মোল্লা ওরফে ইমনকে ৭ দিনের জন্য রিমান্ড আবেদন করা হলে আদালত এ বিষয়ে শুনানির জন্য আজ রবিবার দিন ধার্য করেছেন।  এদিকে গতকাল দুপুরে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, কালিয়াকৈরে ডাচ্-বাংলা ব্যাংকের সিসিটিভির ক্যামেরার ছবি দেখে এটিএম বুথের টাকা ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, আমরা জানতে পেরেছি কারা এর সঙ্গে জড়িত। এরই মধ্যে গ্রেফতার করা একজন ঘটনাস্থলে থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। পুলিশ সুপার জানান, প্রতিদিন বুথে টাকা লোডকারীরা রাত ১১টা থেকে ১২টার সময় আসেন। ওই দিন তারা এসেছিলেন রাত আড়াইটা থেকে ৩টার সময়। তাদের সদস্য সংখ্যা ছিল অস্ত্রসহ নয়জন। যারা তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে এসেছিল তারা আটজন ছিল, এবং তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বের করে বিষয়টি দেখা হয়েছে। উল্লেখ্য, গত বুধবার রাতে গাজীপুরের কালিয়াকৈরের শফিপুরের হরিণহাটি এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথে টাকা লোড করার সময় মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের ৭ কর্মচারীকে জিম্মি করে ১ কোটি ৮৩ লাখ ২১ হাজার ৫০০ টাকা ভর্তি দুটি ট্রাঙ্ক লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

সর্বশেষ খবর