রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা
মুন্সীগঞ্জে নারী নির্যাতন

গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

লৌহজং উপজেলার মালিঅঙ্ক গ্রামে গৃহবধূ বিউটি বেগম (৩২) গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। শ্বশুর, শাশুড়ি ও ননদের অত্যাচার সইতে না পেরে তিনি এ ঘটনা ঘটান বলে জানা গেছে। বিউটি হাটভোগদিয়া গ্রামের জব্বার খানের ছেলে আল আমিন খানের স্ত্রী। গৃহবধূর চাচা আবদুল ওহাব শেখ জানান, তার ভাতিজিকে ১৫ বছর আগে বিয়ে দেওয়া হয়। বর্তমানে তাদের চার ছেলেমেয়ে আছে। কিছুদিন ধরে শ্বশুরবাড়ির লোকজন বিউটিকে পাশের বাড়ির এক ব্যক্তিকে জড়িয়ে পরকীয়ার অভিযোগ তুলে নানাভাবে অত্যাচার-নির‌্যাতন করছিল। বিশেষ করে তার শ্বশুর জব্বার খান, শাশুড়ি আমেনা বেগম ও ননদ কাউসারী বেগমের অত্যাচারে বিউটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এ অবস্থায় শুক্রবার সকালে শালিসের কথা বলে স্থানীয় মনসুর মেম্বার বাড়িতে এলে বিউটিকে জড়িয়ে নানা অপবাদ দেওয়া হয়। একপর‌্যায়ে বিউটি সহ্য করতে না পেরে কেরোসিন গায়ে ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে তাকে গুরুতর অবস্থায় লৌহজং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেওয়া হয়। তিনি আরও জানান, বিউটির শরীরের ৯০ ভাগ পুড়ে গিয়েছিল। ফলে ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিউটি মারা যান। লৌহজং থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে বিউটির শ্বশুর, শাশুড়িসহ কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর