রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

দ্বিতীয় ধাপের যাচাই বাছাই শেষ আজ

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হচ্ছে আজ। গতকালও চলেছে যাচাই-বাছাই। এবার এ ধাপের নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টিসহ ১৫টি দল অংশ নিচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইউপির দ্বিতীয় ধাপে ৬৪৭টি সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন ৩০ হাজার ১৭৬ জন। এর মধ্যে সংরক্ষিত সদস্য প্রার্থী ছয় হাজার ৭৯৯ জন ও সাধারণ সদস্য প্রার্থী ২৩ হাজার ৩৭৭ জন। এ ছাড়া এর মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিন হাজার ১১১ জন। চেয়ারম্যান ও সদস্য পদ মিলিয়ে প্রার্থীর সংখ্যা ৩৩ হাজার ২৮৭ জন। কমিশনের হিসাব থেকে পাওয়া গেছে এ তথ্য। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই গতকাল ৫ ও আজ ৬ মার্চ। আপিল দাখিল ৭ থেকে ৯ মার্চ। ১০ থেকে ১২ মার্চের মধ্যে আপিল নিষ্পত্তি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৪ মার্চ প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট ইউপির রিটার্নিং কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানান, দ্বিতীয় ধাপে ৬১টি ইউপিতে চেয়ারম্যান পদে কোনো প্রার্থী নেই বিএনপির। এ নির্বাচনেও অন্তত ১৩ ইউপিতে শুধু আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। ভোট ছাড়াই এসব স্থানে সরকারদলীয় প্রার্থীরা জয়ী হতে যাচ্ছেন। এ ছাড়া চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ১৫টি রাজনৈতিক দল এক হাজার ৫৫৮ জন প্রার্থী দিয়েছে। স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন এক হাজার ৫৫৩ জন, যাদের বড় অংশ আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী।

সর্বশেষ খবর