রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বাসায় ঢুকে গৃহকর্ত্রীর শ্লীলতাহানি করলেন চার পুলিশ!

টাকা পয়সা, স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরা থানা পুলিশের তিন কর্মকর্তাসহ চার সদস্যের বিরুদ্ধে গৃহকর্মী ও তার বোনকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের এ কাজে সহযোগিতা করেন দুই সোর্সও।

এ প্রসঙ্গে জানতে চাইলে গত রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘বিষয়টি আমার এ মুহূর্তে মনে পড়ছে না। আগামীকাল অফিসে গিয়ে বলতে পারব।’

লিখিত অভিযোগে বলা হয়, রামপুরা থানার ৭৮/৭/এ পূর্ব রামপুরা, বউবাজারে গৃহকর্ত্রী জেসমিন আক্তারের বাসায় ২৯ ফেব্রুয়ারি বিকাল পৌনে ৪টার দিকে কলিং বেল বাজানো হয়। এ সময় গৃহকর্ত্রী জেসমিন আক্তার বাসার গেট খোলার সঙ্গে সঙ্গে রামপুরা থানার সহকারী পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে চার পুলিশ সদস্য ও দুই  সোর্স জোর করে ঘরে ঢুকে পড়েন। তারা হলেন এসআই রফিকুল ইসলাম, এএসআই মিলন, এএসআই খালেক, কনস্টেবল আসাদ, পুলিশ সোর্স মাইনুল ও রিপন। এরপর তারা গৃহকর্ত্রীর মায়ের বেডরুমেও প্রবেশ করেন। পুলিশের দুই সোর্স অনুমতি ছাড়া ওয়্যারড্রব খুলে তল্লাশি করেন। এ সময় গৃহকর্ত্রী তল্লাশির কারণ জানতে চাইলে তারা তাকে নিয়ে টানাহেঁচড়া করেন। এক পর্যায়ে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর এএসআই খালেক ও সোর্স মাইনুল এবং রিপন বাসার দুটি ওয়্যারড্রব ও শোকেস তছনছ করেন। এরপর তার ভ্যানিটি ব্যাগ থেকে ৭ হাজার টাকা হাতিয়ে নেন। সোর্স মাইনুল বেডরুমে থাকা ওয়্যারড্রব খুলে একটি স্বর্ণের চেইন, ২ জোড়া কানের দুল হাতিয়ে নেন। অভিযোগে জেসমিন আক্তার আরও বলেন, ‘আমার মোবাইল সেটে ০১৯২৭৯৩১৮৩০ ও ০১৭২৪৬৯৬৭৬৬ নম্বরের সিম ব্যবহৃত হচ্ছে। এরপর পুলিশ ও সোর্স আমার বৃদ্ধ মা, বড় বোন নিলুফাসহ আমাদের জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় এএসআই খালেক আমার বান্ধবী শাহিনুরের কাছ থেকে ৭ হাজার টাকা নেন। পরে আমার কাছ থেকে জোর করে এএসআই খালেক, এসআই রফিক, কনস্টেবল আসাদ ও সোর্স মাইনুল আমাদের একটি রুমে নিয়ে দরজা আটকিয়ে টানাহেঁচড়া করেন। আমার ও আমার বান্ধবীর ওড়না টেনে ফেলে দিয়ে এসআই রফিক আমাদের জড়িয়ে ধরেন। পর্যায়ক্রমে সোর্স মাইনুল ও এসআই রফিক আমার বুকে হাত দিয়ে শ্লীলতাহানি ও অনেক খারাপ আচরণ করেন, যা ভাষায় প্রকাশ করার মতো না।’

সর্বশেষ খবর