সোমবার, ৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা
চার শিশু হত্যা

তদন্ত প্রতিবেদন দাখিল, এসআই বরখাস্ত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে পঞ্চায়েতের বিরোধকে কেন্দ্র করে চার শিশু হত্যার ঘটনায় গতকাল পুলিশি তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করা হয়েছে। এতে পুলিশের গাফিলতির বিষয় তুলে ধরা হয়েছে এবং সে অনুযায়ী এক এসআইকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ওসির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা  হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের কাছে এ প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে বাহুবল থানার ওসি (তদন্ত) আবদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া গাফিলতির দায়ে এসআই জিয়াউর রহমান জিয়াকে বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার  ছেলে মনির মিয়া (৭) এবং প্রতিবেশী আবদুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০) নিখোঁজ হয়।

১৭ ফেব্রুয়ারি সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হবিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দুই দফা তারিখ পরিবর্তনের পর গতকাল ওই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করে।

সর্বশেষ খবর