সোমবার, ৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

তৃণমূলের প্রচারণা এবার গানে গানে

নয়াদিল্লি প্রতিনিধি

ভোটের দিনক্ষণ ঘোষণার পর প্রচার লড়াই শুরুর দেরি নেই। পশ্চিমবঙ্গে তৃণমূল প্রস্তুত। আগামী সপ্তাহেই প্রচারের ক্ষেত্রে বিভিন্ন অভিনব কৌশল ভোট-বাজারে আনতে চলেছে রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। আর সেই প্রচারে থাকছে টলিউডের তারকা গায়ক-গায়িকাদের ছড়াছড়ি।

তৃণমূল প্রচারের যে থিম সং, সেটি লিখেছেন ও সুর দিয়েছেন অনুপম রায়। সেই গানে অনুপমের পাশাপাশি গলা মিলিয়েছেন শ্রীকান্ত, সোমলতা, প্রতীক চৌধুরী এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। অনুপমের একটি গানেই অবশ্য থামছে না প্রচারসংগীত। আরও দুটি গান লিখেছেন এবং গেয়েছেন রূপম ইসলাম। বাকি আরও বেশ কিছু গান রয়েছে যেগুলোও পরিচিত কণ্ঠের। দলীয় সূত্রে জানানো হয়েছে, তৃণমূলের যেখানে যেখানে নির্বাচনী সভা হবে, সেখানে বক্তৃতা শুরু হওয়ার আগে মাইকে বাজবে গান। অনুপমের গাওয়া থিম গানটির বিষয় হলো পশ্চিমবঙ্গের উন্নয়ন। রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েনের কথায়, ‘প্রচার করা অনেকটাই সহজ হয়ে যায় যখন সরকার সত্যিই কিছু করে দেখায়। গত সাড়ে চার বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার উন্নয়নের প্রশ্নে এতটাই অগ্রসর হয়েছে যে, প্রচারের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়।’ অনুপম অবশ্য জানাচ্ছেন তিনি পেশাদার গাইয়ে। কোনো দলের সমর্থক হিসেবে গানটি লেখেননি। তবে এই গানটি লেখার জন্য কোনো টাকাও কিন্তু নেননি তিনি। তার কথায়, ‘যেভাবে কোনো বিজ্ঞাপন অথবা ফিল্ম-এর জন্য গান লিখি এক্ষেত্রেও তাই করেছি। ছোটবেলা থেকেই আমি ডেরেকের খুব বড় ভক্ত। ও যখন পরিকল্পনাটি বলে এক কথায় রাজি হয়ে যাই। সব কিছু তো টাকার বিনিময়ে হয় না।’ এই গানগুলো বাজারে আনা হবে সাউন্ড ক্লাউড, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। পাশাপাশি প্রচারের জন্য একটি মিউজিক ভিডিও বানানোর কাজ শেষ। যার পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী।

সর্বশেষ খবর