সোমবার, ৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

লাতিন ও ক্যারিবীয় দেশে সুসংহত সম্পর্ক চায় বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক

বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গেও সুসংহত সম্পর্ক গড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে গতকাল বাংলাদেশে নিযুক্ত লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ৯টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ দফতরে। অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন ব্রাজিল, ডোমিনিকান রিপাবলিক, কলম্বিয়া, মেক্সিকো, ইকুয়েডর, পেরু, ভেনিজুয়েলা, গায়ানা ও ত্রিনিদাদ অ্যান্ড টোবেগোর মিশন প্রধানরা। এদের মধ্যে ব্রাজিল ছাড়া অন্যরা অনাবাসী এবং তারা দিল্লিতে অবস্থান করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে মেক্সিকোর রাষ্ট্রদূত মেলবা প্রিয়া বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে যে সমস্ত লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা চুক্তিসমূহ রয়েছে সেগুলোর পূর্ণাঙ্গ রূপদানের ওপর জোর দেন। তিনি দুদেশের মধ্যে শিক্ষাবৃত্তি, বিজ্ঞান-প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে উভয় দেশের জনগণ উপকৃত হতে পারে বলে মত ব্যক্ত করেন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করণে যে সমস্ত আন্তর্জাতিক উদ্যোগসমূহে বাংলাদেশ রয়েছে তার সঙ্গে ভেনিজুয়েলা, কলম্বিয়া এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন তিনি। বাংলাদেশের জন্য ডোমিনিকান রিপাবলিকের অ্যাম্বাসেডর ডেজিগনেট ফ্রাংক হ্যান্স ড্যানেন বার্গ ক্যাসটা লান্স আন্তর্জাতিক পরিসরে বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। তিনি হাইতিতে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের প্রশংসনীয় ভূমিকার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি দুদেশের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা রহিতকরণের প্রস্তাব করেন। বাংলাদেশে অবস্থানের অভিজ্ঞতা বর্ণনা করে ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা কাম্পোস ডা নব্রেগা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে মিশন প্রধানদের সঙ্গে একসঙ্গে বসার এ আয়োজনের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বলেন, বসবাস ও বেড়ানোর জন্য ঢাকা একটি অত্যন্ত প্রাণচঞ্চল ও চমৎকার স্থান। বাংলাদেশ এবং ল্যাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশসমূহের একসঙ্গে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে বলে রাষ্ট্রদূত নব্রেগা মন্তব্য করেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহিরয়ার আলম বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় ল্যাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের জনগণের নৈতিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশ ও ল্যাতিন আমেরিকার জনগণের মধ্যে গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার বিষয়ে একই রকমের মূল্যবোধ এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক বন্ধন এ দুই অঞ্চলের মধ্যকার ভৌগোলিক দূরত্ব অতিক্রমে ভূমিকা রাখতে পারে এবং বিদ্যমান দ্বিপক্ষীয় ও অন্যান্য সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারে। শাহরিয়ার আলম বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি সম্পর্কে উপস্থিত মিশন প্রধানগণকে অবহিত করেন। তিনি বাংলাদেশ ও লাতিন আমেরিকা অঞ্চলের মধ্যে বাণিজ্য প্রতিনিধিদল বিনিময় ও বাণিজ্যমেলা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্যদূরীকরণ, সন্ত্রাসবাদ দমন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে বাংলাদেশ ও লাতিন আমেরিকার দেশসমূহের মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উভয়ে লাভবান হতে পারে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সর্বশেষ খবর