সোমবার, ৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা
ঐতিহ্য

লাল পাহাড়ে কালী মন্দির

দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল

লাল পাহাড়ে কালী মন্দির

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অর্ধশতাধিক দর্শনীয় স্থানের মধ্যে আছে একটি কালী মন্দির। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় চার  কিলোমিটার দূরে ফুলছড়া চা বাগানের পাঁচ নম্বর সেকশনের লাল টিলায় এই কালী মন্দিরটির অবস্থান। মাটির রং লাল হওয়ায় টিলার নাম লাল টিলা হলেও এটি কালীটিলা নামে পরিচিতি পেয়েছে। চা বাগানে প্রবেশ পথের প্রথম নিরাপত্তা গেট থেকে বাম পাশের রাস্তা দিয়ে ২ কিলোমিটার এগুলেই চোখে পড়বে টিলার ওপর একটি লাল মন্দির। সমতল থেকে প্রায় ১০ ফুট উপরে টিলার ওপর মন্দিরটি নির্মাণ করা হয়েছে। টিলায় উঠার জন্য পাহাড় কেটে বানানো হয়েছে রাস্তা। দুপাশে সারি সারি চা বাগান পেরিয়ে চোখে পড়বে দুর্গম পাহাড়। আর এই পাহাড়ের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে কালিটিলার কালীবাড়ির চূড়ায় উঠতে হয়। সরেজমিন কালীটিলার কালীবাড়িতে গিয়ে দেখা যায়, পাহাড় পেরিয়ে টিলার মন্দিরে উঠে প্রথমেই দর্শনার্থীরা কালীমাতাকে দর্শন করেন। তারপর প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যাচ্ছেন। চারদিকে শুধুই সবুজের সমারোহ। টিলা থেকে মনে হয় দূরের আকাশ যেন মাটিতে মিশেছে। জানা যায়, প্রতি বছর চৈত্র মাসে এখানে দণ্ড কালীর পূজা হয়। বর্তমানে প্রতি দিনই এখানে অসংখ্য ভক্তের সমাগম হচ্ছে। কেউ আসছেন মানত করতে, কেউবা এসে মনোবাসনা পূর্ণ হওয়ায় কালীমাতাকে পূজা দিচ্ছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর