বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা
একনেকে ১৬ প্রকল্প

বিদ্যুৎ পাবেন আরও ১৫ লাখ গ্রাহক

নিজস্ব প্রতিবেদক

দেশের ১৫ লাখ গ্রাহককে নতুনভাবে বিদ্যুতের আওতায় আনার লক্ষ্যে একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে জানান, পল্লীবিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে নতুন করে সংযোগ দিয়ে দেশের ১৫ লাখ গ্রাহককে বিদ্যুৎ দেওয়া হবে। এর মোট ব্যয় ৬ হাজার ৯১৫ কোটি ৪১ লাখ টাকা ধরা হয়েছে; যা সমগ্র বাংলাদেশে বাস্তবায়ন করা হবে।

বৈঠকে এই প্রকল্প ছাড়া আরও ১৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৮৭ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে প্রকল্প সহযোগিতা হিসেবে দাতা গোষ্ঠীর কাছ থেকে পাওয়া যাবে ২ হাজার ২৫০ কোটি ২৭ লাখ টাকা। বাকি টাকা সরকার দেবে।

সর্বশেষ খবর