বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জেএমবি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে পিয়াস (২৫) নামে জেএমবির এক সদস্য নিহত হয়েছে। গতকাল ভোরে খিদমাহ্ হসপিটাল সংলগ্ন রেললাইনে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ। চিকিৎসকরা জানান, পিয়াসের মাথা, বুক ও পাঁজরে গুলির চিহ্ন রয়েছে। তার পরনে ছিল নীল রঙের টি-শার্ট ও জিন্সের প্যান্ট।

ডিবির পরিদর্শক (দক্ষিণ) আলমগীর হোসেন পাটোয়ারী বলেন, সোমবার রাত ৩টার দিকে ওই এলাকায় জঙ্গিরা  বৈঠক করছে— এমন তথ্যের ভিত্তিতে সেখানে তারা উপস্থিত হন। জঙ্গিরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। গোয়েন্দা পুলিশও পাল্টা গুলি ছুড়লে পিয়াস গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। ডিবির ডিসি (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ বলেন, সম্প্রতি চট্টগ্রামে ব্যাংক ডাকাতির ঘটনায় পিয়াসের সংশ্লিষ্টতা ছিল। ওই ঘটনায় বোমা স্প্লিন্টারের আঘাতে  সে আহত হয়। গোপনে সে চট্টগ্রামে চিকিৎসাও নিয়েছিল। সুস্থ হয়ে সে ঢাকায় এসে জেএমবির ঢাকা অঞ্চলের সামরিক কমান্ডারের কাজ করছিল। জেএমবি সদস্য নোমান ও হিরণ গ্রুপের সদস্য ছিল পিয়াস। ডিবির ওই কর্মকর্তা আরও বলেন, গাবতলী পুলিশ হত্যা ও পুরান ঢাকায় হোসনি দালানে বোমা হামলার ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেফতারের পর পিয়াসের নাম বেরিয়ে এসেছে। এরপর থেকে তাকে আমরা খুঁজছিলাম। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় তার বাসা হলেও সে সেখানে থাকত না। সে জেএমবির বোমা প্রস্তুতকারী ও সদস্য সংগ্রহের কাজ করত।

সর্বশেষ খবর