শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

এমপি রিমনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ইসির

নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্যের কাছে কৈফিয়ৎ চাওয়ার পর আরেক সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল ইসি এ সিদ্ধান্ত নিয়েছে। কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন ইসি বরাবরই এমপিদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কারণ দর্শানো নোটিস পাঠানো, স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর কাছে নালিশ করে এসেছে। এবারই প্রথম কোনো এমপির বিষয়ে মামলা করার নির্দেশনা দিতে যাচ্ছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।  ইউপি নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু ও বরগুনা-২ আসনের শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে প্রার্থীর পক্ষে প্রচারণা ও প্রকল্প উদ্বোধন করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম জানান, পাবনা-২ আসনের এমপির কাছে অভিযোগের বিষয়ে বক্তব্য চাওয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। তবে বরগুনা-২ আসনের এমপি হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে মামলা করার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হচ্ছে। এ এমপির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। এ সংক্রান্ত চিঠি  মাঠ পর্যায়ে পাঠানোর নির্দেশনা দিয়েছেন বলে উল্লেখ করেন সচিব। বরগুনা-২ আসনের এমপি নির্বাচনী এলাকায় একটি প্রকল্প উদ্বোধনের পর দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা করার অভিযোগ গণমাধ্যমে এসেছে। গত ডিসেম্বরে পৌর নির্বাচনে এ এমপিকে দুই দফা সতর্ক করেছিল। এ সময় ইসির কাছে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে আচরণবিধি ভঙ্গ না করার প্রতিশ্রুতিও দেন তিনি। এদিকে সরকারি দলের এমপিদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, আমরা গণমাধ্যমের মাধ্যমে জেনেছি— সংসদ সদস্যদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে। আমরা নির্বাচন কমিশনকে স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু করার স্বার্থে বিদ্যমান যে আইন রয়েছে, তার সর্বোচ্চ প্রয়োগ করার জন্য বলেছি। সরকারি দল বা অন্য দলের সংসদ সদস্য হোক তা ইসির কাছে বিবেচ্য হতে পারে না বলে মনে করেন তিনি। এ বিষয়ে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ সমর্থন দিয়ে যাব। আমরা আশ্বাস দিয়েছি, ইতিমধ্যে দলের এমপিদের আচরণ বিধি মেনে চলার বিষয়ে নির্দেশনা দিয়েছি। আবারও সতর্ক করে দেব, যাতে কোনোভাবে আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে না যায়। এরপরও আচরণ বিধি লঙ্ঘন করলে তদন্তসাপেক্ষে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের এ নেতা। দলীয়ভাবে প্রথমবার ইউপি  চেয়ারম্যান ভোট হচ্ছে। এবার ২২ মার্চ থেকে ছয় ধাপে দেশজুড়ে ইউপি ভোট করছে ইসি।

নাগরপুরের ১১ ইউপির ভোট ২৩ মার্চ : ইসির উপ-সচিব সামসুল আলম জানান, প্রথম ধাপের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ১১ ইউপির ভোট একদিন পেছানো হয়েছে। ২২ মার্চ ৭৩৩ ইউপির ভোটের কথা ছিল। এ কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সুবিধার্থে এ উপজেলার ১১ ইউপির ভোট ২৩ মার্চ পুনর্নির্ধারণ করেছে ইসি। এ সংক্রান্ত চিঠি মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর