শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

শিল্পকলায় ‘রাজাবলি’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘রাজাবলি’

নাট্যভূমির প্রযোজনায় গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয়েছে ভিন্নধর্মী নাটক ‘রাজাবলি’।

শাহজাহান শোভন নির্দেশিত এই নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন কামরুল ইসলাম, এস এম আতিকুল ইসলাম, রাহিতুল আলম আপন, মুর্শিকুল আলম, রাজিব, সাইদুল হক, শাহজাহান শোভন, আদর, সিফাত আরা বন্যা, কলি, শিশির আহমেদ, ইমাম হোসেন ইমন, মোহসিনা শবনম, আয়েশা নাসরিন সুমি, আমেনা খাতুন মৌসুমী, রিয়া হাবিব।

লিথুয়ানিয়ার ইতিহাস : লিথুয়নীয় ভাষা ইনস্টিটিউটের সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রকাশ করেছে ‘লিথুয়ানিয়ার ইতিহাস’ শীর্ষক গ্রন্থ। গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বইটির প্রকাশনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি ছিলেন লিথুয়ানিয়ার সংস্কৃতিমন্ত্রী সারুনাস বিরুতিস। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. জীনাত ইমতিয়াজ আলী, বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত লাইমোনাস তালাত কেল্পসা, লিথুয়নীয় ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এলেনা  জোলানতো জাবেরসকাইতে।

অনুষ্ঠানে লিথুনিয়াস ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহযোগিতা-প্রটোকল স্বাক্ষর হয়। স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. জীনাত ইমতিয়াজ আলী ও লিথুয়নীয় ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এলেনা জোলানতো জাবেরসকাইতে।

‘লিথুয়ানিয়ার ইতিহাস’ বইটির মূল গ্রন্থ ‘দ্য হিস্ট্রি অব লিথুয়ানিয়া’ রচনা করেছেন আলফনাস এডিনটাস, আলফ্রেডাস বমব্রাউসকাস, আন্তানাস কুলাককোসনাস ও মিন্ডোগাস তামোসাইটিস। যা বাংলায় অনুবাদ করেছেন সাদেকুল আহসান কল্লোল। বইটি সম্পাদনা করেছেন ড. জীনাত ইমতিয়াজ আলী।

সর্বশেষ খবর