শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা
ডাচ্-বাংলার বুথ লুট

আট দিনেও উদ্ধার হয়নি কোনো টাকা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের বুথ থেকে প্রায় ১ কোটি ৮৪ লাখ টাকা লুটের ঘটনার ৮ দিন অতিবাহিত হলেও লুণ্ঠিত টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে, টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত দুজনের মধ্যে মিন্টু ইতিমধ্যে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

কালিয়াকৈর থানার ওসি মো. আবদুল মোতালেব মিয়া জানান, গ্রেফতারকৃত দুজনের মধ্যে লাভলু মোল্লা ওরফে ইমনকে গত ৫ মার্চ ৭ দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড শুনানির অপেক্ষায় আছে। টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। অভিযান অব্যাহত আছে।

গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত মিন্টু ১৬৪ ধারায় আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপর আসামি লাভলু মোল্লা ওরফে ইমনকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, ২ মার্চ দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈরের শফিপুরের হরিণাহটি এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথে টাকা লোড করার সময় মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের ৭ কর্মচারীকে জিম্মি করে ১ কোটি ৮৩ লাখ ২১ হাজার ৫০০ টাকা ভর্তি দুটি ট্রাঙ্ক লুট করে দুর্বৃত্তরা।

সর্বশেষ খবর