শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা
একযোগে বোমা হামলা

জেএমবির চার সদস্যের আজীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে একযোগে বোমা বিস্ফোরণের ঘটনায় ২০০৫ সালের ১৭ আগস্ট ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) টিএসসি এলাকায় বোমা বিস্ফোরণের মামলায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যের আজীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল ঢাকার দ্বিতীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন কাউসার আলম সুমন, ইউনূস মিয়া, মেহেদী হাবিব ও আশরাফুল ইসলাম। রায়ে প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জাকারিয়া আলম টিপু, আল মাসুম, হাবিউল্লাহ, জয়েদউল্লাহ, রফিকুল ইসলাম, আজিজুল হক, আমানউল্লাহ আকন্দ ওরফে ছানাউল্লাহ ও সালাউদ্দিন ওরফে সালেহীনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেন। জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলার অংশ হিসেবে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসটিসংলগ্ন ক্যান্টিনের পাশের কক্ষে বোমা বিস্ফোরণের ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব দত্ত বাদী হয়ে মামলাটি করেন। পরে একই বছরের ৩০ নভেম্বর বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারা এবং ১৯৭৪ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ১৫(১)এর ‘ক’ এবং ‘ঘ’ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

সর্বশেষ খবর