শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সুন্দরবনে বন্দুকযুদ্ধে ৪ ‘বনদস্যু’ নিহত

বাগেরহাট প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী-চান্দেশ্বর এলাকার শুকপাড়া খালে গতকাল ভোরে র্যাব ও কোস্ট গার্ডের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘নয়ন বাহিনী প্রধান’ মনিরসহ চার বনদস্যু নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১৮টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ সাড়ে ৪শ’ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম বলেন, সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু নয়ন বাহিনীর সদস্যরা শরণখোলা রেঞ্জের বনের কচিখালী-চান্দেশ্বর এলাকায় অবস্থান করছে— এমন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৬টার দিকে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব-৮ ও কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে   সুন্দরবনের মধ্যে লুকিয়ে থাকা বনদস্যুরা র‌্যাব-কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র‌্যাব-কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করলে উভয়ের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী  বন্দুকযুদ্ধ চলে। এক পর্যায়ে বনদস্যুরা সুন্দরবনের গহিন অরণ্যে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালালে ৪টি লাশসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি পড়ে থাকতে দেখা যায়। এ সময় ঘটনাস্থলে আসা জেলে-বনজীবীরা জানান, লাশ ৪টি বনদস্যু বাহিনী প্রধান মনির (২৫) ও তার বাহিনীর সদস্য এনাম, গিয়াস ও হাসানের। নিহত মনিরের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায় ও তার সহযোগী এনাম (৩৫), গিয়াস (৩০) ও হাসানের (২২) বাড়ি চট্টগ্রাম অঞ্চলে। র্যাব-কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থল থেকে ৪টি একনালা বন্দুক, ২টি দুইনালা বন্দুক, ২টি পয়েন্ট ২২ বোর রাইফেল, ৪টি কাটা রাইফেল, ৬টি শুটার গান, ৪৫০ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ভারতীয় ভোদা ফোনসহ সিম ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় শরণখোলা থানায় যৌথ বাহিনীর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-কোস্টগার্ড আরও জানিয়েছে, বনদস্যু প্রধান মনিরসহ তার নয়ন বাহিনী সদস্যরা গত ১৯ ফেব্রুয়ারি রাতে সুন্দরবনের পক্ষিরচর এলাকায় জেলে বহরে গুলি চালিয়ে ইসমাইল হোসেন কাজী (২৫) নামে এক জেলেকে হত্যাসহ অন্য ৪ জেলেকে আহত করে। ওই ঘটনার পর র‌্যাব গত ৩ মার্চ সুন্দরবন উপকূলে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ নয়ন বাহিনীর ৩ সদস্যকে গ্রেফতার ও তাদের হাতে মুক্তিপণের দাবিতে আটক ২৭ জেলেকে উদ্ধার করে।

 আটক ওই ৩  বনদস্যুর দেয়া তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী গতকাল ভোরে শুকপাড়া খালে এই অভিযান চালায়।

সর্বশেষ খবর