শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা
কৃষি সংবাদ

রাঙামাটির পাহাড় আমের মুকুলে সয়লাব

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটির পাহাড় আমের মুকুলে সয়লাব

রাঙামাটির পাহাড়ে চমক সৃষ্টি করেছে আমের মুকুল। পাহাড়জুড়ে গাছে গাছে সয়লাব এই মুকুল। কোনো কোনো গাছে আমও ধরেছে। আবাদিরা বলছেন, প্রতিবারের মতো এবারও পাহাড়ে আমের বাম্পার ফলন হবে।

রাঙামাটির পাহাড়ে আম্রপালি আমের আবাদ হয়ে থাকে। গাছে গাছে এখন আম্রপালির হলুদ মুকুলের ছড়াছড়ি। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছর রাঙামাটিতে উৎপাদিত আম স্থানীয় চাহিদা মিটিয়ে বাজারজাত হয় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। সাম্প্রতিক বছরগুলোয় কৃষকরা পাহাড়ে বিপুল আম্রপালির ফলন পেয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বরকল, বিলাইছড়ি, লংগদু, বাঘাইছড়ি, জুরাছড়ি, বালুখালী, বন্দুভাঙ্গা, সুবলং, কুতুকছড়ি, মৈত্রী নগর, সাপছড়ি, মগবান, জীবতলীসহ বিভিন্ন পাহাড়ি গ্রামে এবার আমের মুকুল অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বেশ কয়েক বছর ধরে পাহাড়ে প্রচুর ফলন হওয়ায় আম চাষের দিকে কৃষকদের আগ্রহ বেড়েছে। রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রমনি কান্তি চাকমা জানিয়েছেন, রাঙামাটি পার্বত্য জেলায় এ বছর আমের চাষ হয়েছে ২ হাজার ৯৫৫ হেক্টর জমিতে। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে ফলন ভালো হবে। তাছাড়া সঠিক পরিচর্যার মাধ্যমে যদি রোগ-বালাই নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আশানুরূপ ফলন পাবেন কৃষকরা। তবে কৃষকদের অভিযোগ, রাঙামাটি জেলায় প্রতি বছর উত্পাদিত প্রচুর ফলমূল সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। স্থানীয়ভাবে কোল্ডস্টোরেজ ও আড়ত না থাকায় কৃষকদের বাধ্য হয়ে কষ্টে উত্পাদিত পণ্য পানির দরে বিক্রি করতে হয়। তাই মৌসুমি ফল উত্পাদনের আগেই পার্বত্যাঞ্চলে হিমাগার স্থাপনের দাবি তাদের।

সর্বশেষ খবর