শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

চিকিৎসার জন্য দিল্লি নেওয়া হচ্ছে বিএনপি নেতা সালাহউদ্দিনকে

কলকাতা প্রতিনিধি

চিকিৎসার জন্য দিল্লি নেওয়া হচ্ছে বিএনপি নেতা সালাহউদ্দিনকে

উন্নত চিকিৎসার জন্য দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম-মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে। গতকাল শিলংয়ের সরদার পুলিশ স্টেশনসূত্রে এ খবর নিশ্চিত করা হয়েছে। নাম না প্রকাশের     শর্তে থানার এক কর্মকর্তা জানান, দিল্লির এইমসে হার্ট ও কিডনির চিকিৎসা করতে যাওয়ার জন্য সালাহউদ্দিনের তরফে গত মাসেই আদালতে আর্জি জানানো হয়েছিল। তিন দিন আগেই আদালত সে আর্জি অনুমোদন করেন। দু-এক দিনের মধ্যেই তাকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। যদিও চিকিৎসা সম্পর্কিত বিস্তারিত তথ্য আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সালাহউদ্দিনকে। সালাহউদ্দিনের আইনজীবী এস পি সামন্তও মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে শিলংয়েই তিনি চিকিৎসা করাচ্ছেন। প্রসঙ্গত, গত বছরের ১০ মার্চ রাতে ঢাকার উত্তরার বাসা থেকে নিখোঁজ হন বাংলাদেশের সাবেক এই প্রতিমন্ত্রী। নিখোঁজ হওয়ার প্রায় দুই মাস পর ১১ মে মেঘালয় রাজ্যের শিলংয়ের গলফ লিঙ্ক এলাকায় তাকে উদ্ধার করা হয়। ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র না থাকায় ৫৪ বছর বয়সী সালাহউদ্দিনকে পুলিশ গ্রেফতার করে।

সর্বশেষ খবর