শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

মায়ের মামলায় শিশু কারাগারে

আদালত প্রতিবেদক

মায়ের দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হলো ১২ বছরের এক শিশুকে। চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলাটি করেছেন তারই জন্মদাত্রী মা। মামলার এজাহারে দেখা যায়, শিশুটির বাবা তার মাকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। এরপর থেকে সে মায়ের কাছে থাকছে। তাদের বাসা খিলগাঁও বাসাবোতে। মা পোশাক কারখানার কর্মী। শিশুটির  বিরুদ্ধে তার মা আদালতে বলেছেন, সে দাঙ্গাবাজ ও মাস্তান। গত বছর ২৭ আগস্ট তার মায়ের সোনার চেইন ও কানের দুল চুরি করে বিক্রি করেছে। মাকে মারধর করেছে। হত্যার হুমকিও দিয়েছে। এ কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এসব অভিযোগ এনে শিশুটির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন শিশুটির মায়ের আইনজীবী মোজাম্মেল হক। ঢাকার মহানগর হাকিম কায়সারুল ইসলাম শিশুটির মায়ের করা মামলা আমলে নিয়ে তার বিরুদ্ধে সমন জারি করেন। এরপর আদালতে হাজির না হলে ওই শিশুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। খিলগাঁও থানার পুলিশ শিশুটিকে গত বছরের ৭ নভেম্বর গ্রেফতার করে আদালতে হাজির করে। পরবর্তী সময়ে মামলাটি ঢাকার শিশু আদালতে স্থানান্তর হলে শিশুটিকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। এখন সেখানেই আছে সে। বৃহস্পতিবার ঢাকার শিশু আদালতে হাজিরা দিতে এসে শিশুটি বলে, ‘আমার নিজের মা মিথ্যা চুরির মামলা দিয়ে আমাকে কারাগারে রেখেছে। আমি মুক্ত হতে চাই।’ এ ব্যাপারে শিশুর মায়ের আইনজীবী মোজাম্মেল হক পাঠান বলেন, ‘শিশুটিকে আমি  দেখিনি। তার মা বলেছে, শিশুটির চুরির অভ্যাস রয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর