রবিবার, ১৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

রাজনীতি নয়, শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন

বাংলাদেশ প্রতিদিন গোলটেবিল বৈঠক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি নয়, শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন

বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘আমাদের শিশু, আমাদের দায়িত্ব’ শীর্ষক গোলটেবিলে বক্তাদের একাংশ —বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘আমাদের শিশু, আমাদের দায়িত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে বিশিষ্টজনেরা বলেছেন, শিশুর নিরাপত্তা প্রশ্নে কোনো রাজনীতি নয়, বরং ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের মাধ্যমেই তাদের রক্ষা করতে হবে। গতকাল বিকালে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আরও বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এখনই জাতির ভবিষ্যৎ তথা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিশু নির্যাতন বন্ধে কেবল আইন করলেই চলবে না, তাদের রক্ষায় ব্যাপক গণসচেতনতা ও মানবিক মূল্যবোধের সৃষ্টি করতে হবে। শিশু নির্যাতন বা হত্যা মামলাগুলোর দ্রুত এবং সুষ্ঠু তদন্ত সম্পন্ন করতে হবে। অপরাধীর পরিচয় যাই হোক তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে বাবা-মাসহ সবার মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার পরামর্শ দেন আলোচকরা। বিস্তারিত ৫-এর পাতায়।

সর্বশেষ খবর