রবিবার, ১৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

শ্যামপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামপুর বালুর মাঠ এলাকার একটি ডাইস কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালের এ ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা জানান, ওই ডাইস কারখানায় বিভিন্ন ধাতব জিনিসপত্রে রঙের কাজ করা হতো। কাজ করার সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে তারা দগ্ধ হয়ে চিত্কার শুরু করেন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসকরা বলেন, দগ্ধ বিল্লাল হোসেনের শরীরের ৪৮ শতাংশ, এনামুলের ৪০ শতাংশ, মিজানের ৬০ শতাংশ, মজিবুর রহমানের ৩ শতাংশ ও রুবেলের ৯ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে প্রথম তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া মজিবুরের মাথাও ফেটে গেছে। কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) আরশেদুল হক বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর