বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর পদক্ষেপ সঠিক অর্থনীতির জন্য ইতিবাচক

মনোয়ারা হাকিম আলী

প্রধানমন্ত্রীর পদক্ষেপ সঠিক  অর্থনীতির জন্য ইতিবাচক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন এফবিসিসিআইর সাবেক প্রথম সহসভাপতি ও পরিচালক মনোয়ারা হাকিম আলী। তিনি বলেছেন, আমাদের দেশ উন্নত ও সম্পদে পরিপূর্ণ বলেই সাইবার হামলা হয়েছে। গরিবের পেটে তো কেউ ছুরি মারে না। তাই এ ঘটনায় আপাতত ভয়ের কিছু নেই। তবে দীর্ঘমেয়াদে আমাদের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ এখনি শুরু করতে হবে বলে মনে করেন এই নারী উদ্যোক্তা। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনোয়ারা হাকিম আলী আরও বলেন, শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা বাংলাদেশের অর্থনীতি আর ব্যবসা-বাণিজ্যে রিজার্ভ চুরির ঘটনা তেমন প্রভাব পড়বে না। গভর্নর পদ থেকে পদত্যাগ করে ড. আতিউর রহমান ইতিহাসের সাহসী পদক্ষেপ ও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই পদত্যাগের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো, বাংলাদেশের অর্থনীতির স্বার্থে সবকিছু ত্যাগ করতে রাজি আছেন প্রধানমন্ত্রী। কারণ, প্রধানমন্ত্রী যখন যে সিদ্ধান্ত নেন, তা তিনি ভেবে-চিন্তে নেন। ফলে ব্যবসা-বাণিজ্যে তথা সামগ্রিক অর্থনীতিতে এ ঘটনা কোনো নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে হয় না।

সর্বশেষ খবর