বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা
অর্থ পাচার মামলা

তারেকের লন্ডনের ঠিকানায় সমন পৌঁছাতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বিদেশে অর্থ পাচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের ঠিকানায় সমন পৌঁছে দিতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৩১ মার্চ পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন।

এর আগে আদালতের নির্দেশে তারেক রহমানের লন্ডনের ঠিকানায় নোটিস পাঠানো হলেও এর জবাব আসেনি।  এ অবস্থায় বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো একটি প্রতিবেদন গতকাল আদালতে উপস্থাপন করা হয়। তাতে বলা হয়, মামলার অভিযোগপত্রে তারেক রহমানের লন্ডনের যে ঠিকানা রয়েছে সেখানে নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তিনি এখন ওই ঠিকানায় অবস্থান করছেন না। হাইকমিশন থেকে তারেক রহমানের বর্তমান ঠিকানা গতকাল আদালতে জমা দেওয়া হয়। এরপর আদালত দুদকের আইনজীবীর বক্তব্য শুনে আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। তিনি সাংবাদিকদের জানান, ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের মাধ্যমে নোটিস জারি হবে এবং সেটা লন্ডনের হাইকমিশন তারেক রহমানের ঠিকানায় পৌঁছে দেবে।

সর্বশেষ খবর