শনিবার, ১৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

যশোরে আওয়ামী লীগ কর্মী নিহত, সংঘাত বাড়ছেই

প্রতিদিন ডেস্ক

যশোরে আওয়ামী লীগ কর্মী নিহত, সংঘাত বাড়ছেই

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত-সহিংসতা বেড়েই চলেছে। গতকালও বিভিন্ন স্থানে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রাপ্ত খবর অনুযায়ী, খুলনায় এক চেয়ারম্যান প্রার্থীকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মোরেলগঞ্জে মহিলা মেম্বার প্রার্থীর বাড়িতে ডাকাতি হয়েছে। কুষ্টিয়ায় বিদ্রোহী প্রার্থীর আড়তে লুট এবং আওয়ামী লীগ প্রার্থীর ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া যশোরের মনিরামপুরে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

যশোর : গত বুধবার গভীর রাতে মনিরামপুর উপজেলার নেঙ্গুরাহাটি গ্রামে নির্বাচনী সহিংসতায় আহত আওয়ামী লীগ কর্মী মুনসুর আলী গতকাল রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি চালুয়াটি ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের উকিল উদ্দিনের ছেলে এবং আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল ইসলামের সমর্থক। ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান জানান, বুধবার রাত ১১টার দিকে চালুয়াটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল হামিদ সরদারের কর্মী-সমর্থকরা নৌকা প্রতীকের প্রার্থী আবুল ইসলাম ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে মুনসুর আলী ও সাহেব আলীসহ অন্তত ১৯ জন আহত হন। মুনসুর আলী ও সাহেব আলীকে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধানীন অবস্থায় মারা যান মুনসুর আলী। প্রসঙ্গত, ২২ মার্চ মনিরামপুর উপজেলার ১৬টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কুষ্টিয়া : নির্বাচন থেকে সরে দাঁড়াতে রাজি না হওয়ায় কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীর চালের আড়ত লুট করেছে প্রতিপক্ষের ক্যাডাররা। তারা গতকাল বেলা ১২টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারে অবস্থিত এই আড়ত থেকে প্রায় ১৫ লাখ টাকার এক হাজার বস্তা চাল লুট করে নেয়। বিদ্রোহী প্রার্থী জুয়াদুর রহমান জানান, দৌলতপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহিনকে এ ঘটনার বিষয়ে তাত্ক্ষণিক জানালেও তিনি সময়মতো ব্যবস্থা নেননি। ফলে প্রায় ২ ঘণ্টা ধরে লুটপাট চলে। তিনি জানান, এর আগের রাতেও সশস্ত্র ক্যাডাররা কয়েকটি মোটরসাইকেলে করে এসে মাজদিয়াড় গ্রামে তার বাড়িতে ও আঙিনায় স্থাপিত নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়েছিল। এদিকে কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেনর একটি নির্বাচনী ক্যাম্প জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সেখানে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। গতকাল রাত আড়াইটার দিকে চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন এ ঘটনার জন্য জাসদের প্রার্থী গিয়াস উদ্দীন সোনা ও তার লোকদের দায়ী করেছেন। মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবুল আখতার স্বতন্ত্র প্রার্থী খলিল দর্জির প্রচারে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে খলিল দর্জি অভিযোগ করেন, আমার কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করছে বাবুল আখতারের লোকজন।  মোরেলগঞ্জ : নির্বাচনী বিরোধের জের ধরে বাগেরহাটের মোরেলগঞ্জে সংরক্ষিত নারী আসনের এক মেম্বার প্রার্থী সুফিয়া বেগমের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গতকাল রাত ২টার দিকে হোগলাবুনিয়া ইউনিয়নের পাঠামারা গ্রামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা আবদুর রব হাওলাদারের স্ত্রী সুফিয়া বেগম ওই ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাতক্ষীরা : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইমাদুল ইসলাম সরকারদলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী আসাদুল হকের কর্মী-সমর্থক ও সন্ত্রাসীদের কারণে বাড়ি থেকে বের হতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, এরই মধ্যে কর্মী-সমর্থকদের নিয়ে এই প্রার্থী কয়েক দফা হামলার শিকার হয়েছেন। ভাঙচুর করা হয়েছে তার মাইক ও নির্বাচনী অফিস।

ব্রাহ্মণবাড়িয়া : বাঞ্ছারামপুর ফরদাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুল আজিজের প্রচারণায় আওয়ামী লীগ কর্মীরা বাধা ও কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ করা হয়েছে। আবদুল আজিজ দাবি করেন, গত বৃহস্পতিবার রাতে তার প্রতীকের পক্ষে মাইকিং করার সময় কয়েকজন যুবক বাধা দেয় এবং তার কর্মী সাইদুর রহমান (২৮) ও মরম আলীকে (২৫) মারধর করে। এদিকে গতকাল ভোরে আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিয়াউল করিম খান সাজুর নির্বাচনী অস্থায়ী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোর রাতে কে বা কারা দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর এলাকার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচনী অফিসটিতে আগুন দেয়। এ সময় নির্বাচনী পোস্টার, ব্যানারসহ আসবাবপত্র পুড়ে যায়। ভোলা : বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আলমগীর ডাক্তার  গণসংযোগ করতে গেলে অপর মেম্বার প্রার্থী জসিমের লোকজন হামলা করে। এতে ৫ কর্মী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা : পাবনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী এক ব্যক্তি ও তার সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীরা প্রায় ২০টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান বলেন, সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে লস্কর খানের ছেলে সুলতান মাহমুদ খান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে এলাকায় গণসংযোগ শুরু করলে বর্তমান চেয়ারম্যান আবু সাঈদের লোকজন ক্ষিপ্ত হয়। এরই জের ধরে লস্কর শেখ ও বাবু শেখের বাড়িসহ ২০টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। খুলনা : খুলনার দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী মতলেবুর রহমান মিতুলকে থানায় আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করা হয়েছে। বিএনপির নির্বাচন সমন্বয় কমিটির আহ্বায়ক খুলনা নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওসি স্থানীয় বিএনপি অফিস থেকে চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুলকে ধরে নিয়ে যায়। এদিকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের পাইরশেমারী গ্রামে আওয়ামী লীগের প্রার্থী মুশফিকুর রহমান সাগরকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ও বোমা হামলা চালায়। এতে সাগরের  মোটরসাইকেল চালক জাহাঙ্গীর (২৮) ও অপর মোটরসাইকেলে থাকা জুয়েল (২৬) গুলিবিদ্ধ হন। চেয়ারম্যান প্রার্থী সাগরও আহত হন। গুলিবিদ্ধ দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর : নালিতাবাড়ী উপজেলার ৫ নম্বর রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজারে স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম খোকার মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী অফিস ও আওয়ামী লীগ সমর্থিত আমান উল্লাহ বাদশার নৌকা প্রতীকের প্রচারণা অফিসে পাল্টাপাল্টি হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। বাগেরহাট : মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ও বারুইখালী ইউনিয়নে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ সমর্থকদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। নির্বাচন কর্মকর্তা, পুলিশসহ প্রশাসনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। গতকাল বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইউপি নির্বাচনে অংশ নেওয়া মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের বিএনপির প্রার্থী মো. সেলিম মিয়া ও বারইখালী ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী এফ এম শামীম আহসান এ অভিযোগ করেন। বরগুনা : গতকাল ও আগের দিন রাতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গতকাল দুপুরে বেতাগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নৌকা প্রতীকের বহিরাগত সমর্থকরা হামলা চালায় ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর। এ সময় তাদের হামলায় প্রার্থীর বড় ভাই মনিরুল ইসলাম (৩৫) ও চাচাতো ভাই জান্নাতসহ (৪২) ১০ জন আহত হন।

এদের মধ্যে মনিরুল ইসলামের অবস্থা গুরুতর। এর আগে বৃহস্পতিবার রাতে বেতাগী উপজেলার দুই নম্বর বেতাগী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের কেওড়াবুনিয়া এলাকায় ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারিয়া সংগ্রাম আমিনুলের পূর্বনির্ধারিত সভায় উপস্থিত স্থানীয় ভোটারদের ওপর হামলা করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের কর্মীরা। পরে পুলিশের সহায়তায় সভা শেষে স্থান ত্যাগ করে ঘোড়া প্রতীকের প্রার্থীর কর্মী ও ভোটাররা। এ ছাড়া বামনা উপজেলার রামনা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলামের সভাস্থলে কেরোসিন বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। অন্যদিকে এ ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর কবীরের অভিযোগ, রাতে আওয়ামী লীগ কর্মীরা খোলপটুয়া বাজারে তাদের নির্বাচনী অফিসের আসবাবপত্র এবং টেলিভিশন ভাঙচুর করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর