সোমবার, ২১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

না ফেরার দেশে অভিনেত্রী দিতি

নিজস্ব প্রতিবেদক

না ফেরার দেশে অভিনেত্রী দিতি

চলে গেলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিতি। গতকাল বিকাল ৪টা ০৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যুকালে ছেলে শাফায়াত ও মেয়ে লামিয়াকে রেখে গেছেন তিনি। তার পুরো নাম পারভীন সুলতানা দিতি। ১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁয় জন্মগ্রহণ করেন দিতি। ১৯৮৪ সালে এফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। তিনি অভিনয় করেছেন দুই শতাধিক ছবিতে। এর আগে অবশ্য ষাটের দশকে উদয়ন চৌধুরীর ‘ডাক দিয়ে যাই’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল ‘আমিই ওস্তাদ’। ছবিটি পরিচালনা করেছিলেন আজমল হুদা মিঠু। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী-স্ত্রী’ ছবিতে চিত্রনায়ক আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন দিতি। এ ছবিতে অভিনয় করেই তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। জীবনের একপর্যায়ে সহ-অভিনেতা সোহেল চৌধুরীকে বিয়ে করেন দিতি। পরে অবশ্য তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এরপর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গেও বিয়ে হয় তার। এ সংসারও বেশি দিন টিকেনি। দিতি ছোটপর্দার কিছু একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। একই সঙ্গে নির্মাণও করেছেন বেশকিছু নাটক। এ ছাড়া রান্নাবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘সুইটহার্ট’। ১২ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। অসুস্থ হওয়ার আগে ‘ধূমকেতু’ নামের একটি ছবিতে সবশেষ অভিনয় করেন তিনি। গত বছর জুলাই মাসে তার ব্রেন টিউমার ধরা পড়ে। ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অব ট্রমালোজি অ্যান্ড অর্থোপেডিকস হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। সুস্থ হয়ে সেপ্টেম্বরে দেশে ফেরেন তিনি। কিন্তু নভেম্বরে আবার অসুস্থ হয়ে পড়লে পুনরায় মাদ্রাজের একই হাসাপাতালে ভর্তি হন। সেখানে সম্পন্ন হয় তার দ্বিতীয় দফা অস্ত্রোপচার। তবে এতে অবস্থার উন্নতি হয়নি। পরে চিকিৎসকের পরামর্শে চলতি বছরের ৮ জানুয়ারি ঢাকায় এনে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি। জনপ্রিয় অভিনেত্রী দিতির অকাল মৃত্যুতে চলচ্চিত্রসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। চলচ্চিত্র শিল্পী সমিতিসহ অন্য চলচ্চিত্র সংগঠনগুলো তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। আজ দুপুরে দিতির মরদেহ এফডিসিতে আনা হবে বলে জানিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। পারিবারিক সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের গ্রামের বাড়িতে তার লাশ আজ দাফন করা হবে।

সর্বশেষ খবর