বুধবার, ৩০ মার্চ, ২০১৬ ০০:০০ টা

অ্যানিমল সায়েন্স বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

অ্যানিমল সায়েন্স বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

গণভবনে নবনির্মিত পিজিআর সৈনিক ব্যারাকের উদ্বোধনের পর গতকাল প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পিজিআর কমান্ডার —বাংলাদেশ প্রতিদিন

সমুদ্র শহর কক্সবাজারে একটি অ্যানিমল সায়েন্স বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিশেষায়িত বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে গুরুত্ব দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে একটি অ্যানিমল সায়েন্স বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ দিয়েছেন।’ পরিকল্পনামন্ত্রী বলেন, একনেকে ২৩৮ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ‘চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন’ প্রকল্প অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রী কক্সবাজারে এ ধরনের বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ দেন। এ ছাড়া ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভৌত ও একাডেমিক সুবিধা বৃদ্ধিকরণ’ প্রকল্প অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বর্জ্য ব্যবস্থাপনা ও জলাশয়ের ব্যবস্থা রাখার অনুশাসন দিয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৩৮ কোটি ৪৮ লাখ টাকা। গতকাল একনেক সভায় মোট আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যেগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৪২ কোটি ৪১ লাখ টাকা। এর মধ্যে রাজধানীর প্রায় ৩ হাজার ছাপাখানা মুন্সীগঞ্জের একটি বিশেষায়িত এলাকায় সরিয়ে নেওয়ার লক্ষ্যে একটি প্রকল্প রয়েছে শিল্প মন্ত্রণালয়ের। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) ১৪০ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে গড়ে তুলবে ‘বিসিক মুদ্রণ শিল্পনগরী’। এ ছাড়া ৪৭ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের খাদ্য ও বিকিরণ জীববিজ্ঞান সুবিধাদির আধুনিকীকরণ’ প্রকল্প, ১৫২ কোটি ২০ লাখ টাকার ‘ডেসকো এলাকায় সুপারভাইজর কন্ট্রোল ও ডাটা অ্যাকুইজিশন (স্ক্যাডা) সিস্টেম স্থাপন’ প্রকল্প, ৩৯৪ কোটি ১৫ লাখ টাকায় ‘কালিয়াকৈর হাই-টেকপার্কের উন্নয়ন (তৃতীয় সংশোধন)’ প্রকল্প, ১৪০ কোটি ৬৫ লাখ টাকায় ‘সিলেট-সুনামগঞ্জ সড়ক উন্নয়ন’ প্রকল্প এবং ৮৯ কোটি ৯৮ লাখ টাকায় ‘রুমা-বগালেক-কেওক্রাডং সড়ক উন্নয়ন প্রথম পর্যায় নির্মাণ’ প্রকল্প বাস্তবায়ন করা হবে।পিজিআরের নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী : প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) জন্য নতুন সৈনিক ব্যারাক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দুপুরে গণভবন এলাকায় নির্মিত চারতলা ওই ভবনের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন, প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার জন্য কাজ করে পিজিআর। নতুন এই ব্যারাকে ১৫০ জন পিজিআর সদস্যের থাকার বন্দোবস্ত করা হয়েছে। আট কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওই ব্যারাক কমপ্লেক্সে অফিস, শরীর চর্চা কেন্দ্র, স্টোর, গ্যারেজ, গ্রন্থাগার, মসজিদ এবং বিনোদনের জন্য মাল্টিপারপাস হল রয়েছে। ১৯৭৫ সালের ৫ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীর এই রেজিমেন্ট গঠন করা হয়।

সর্বশেষ খবর