বুধবার, ৩০ মার্চ, ২০১৬ ০০:০০ টা
সড়ক অবরোধ, ভাঙচুর, ক্যাম্পাস বন্ধ

চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে নাসিম আহমেদ সোহেল (২৩) নামে এক ছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুজন। গতকাল দুপুরে ওয়াসা মোড় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘটনার ব্যাপারে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজ আহমেদ বলেন, অস্টম সেমিস্টারের বিদায়ী অনুষ্ঠানের কমিটি গঠন নিয়ে দুপুরে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তিনজন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যান।  নিহত সোহেল বিশ্ববিদ্যালয়ের বিবিএ ২১তম ব্যাচের শিক্ষার্থী। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দয়াপুর গ্রামের আবু তাহেরের ছেলে এবং ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার সদস্য।  প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসে বিবিএর ৩১তম ব্যাচের ফ্রেশার্স প্রোগ্রাম উপলক্ষে মহড়া ছিল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী, নাকি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন হবেন- তা নিয়ে বিরোধ চলছিল। দুপুর দেড়টার দিকে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারীর মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রবর্তক ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে এবং ভাঙচুর চালায়। বিকাল ৩টার দিকে শিক্ষার্থীরা প্রবর্তক মোড়ে অবস্থান নেওয়ার পর কিছু যানবাহন ভাঙচুর করে। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে তারা প্রবর্তক মোড়ে কয়েকটি দোকানের কাচ ভাঙচুর করে। সড়ক অবরোধের কারণে চারদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যা পর্যন্ত নিউমার্কেট, মুরাদপুর, চকবাজার, প্রবর্তক মোড়, ২ নম্বর গেট, পাঁচলাইশ, জিইসিসহ আশপাশের এলাকায় শত শত গাড়ি আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন নাগরিকরা। সন্ধ্যায় নগর ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত জানান, খুব দ্রুত সোহেল হত্যাকারীদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবির আশ্বাস পেয়ে আমরা অবরোধ প্রত্যাহার করেছি। জানা গেছে, সন্ধ্যায় সিটি মেয়র নিহত ছাত্রলীগ নেতা সোহেলের মরদেহ দেখতে চমেক  হাসপাতালে যান। এদিকে সংঘর্ষের ঘটনার পর সন্ধ্যায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক করা হয়। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. অনুপম সেন বলেন, অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ থাকবে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

সর্বশেষ খবর