বুধবার, ৩০ মার্চ, ২০১৬ ০০:০০ টা

শিশু রাহাত হত্যায় তিনজনের ফাঁসি

শেরপুর প্রতিনিধি

শেরপুরে চাঞ্চল্যকর শিশু রাহাত (৮) হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। মামলার রায়ে তিনজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গতকাল দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খান আট মাস আগের এ মামলায় নয় কার্যদিবস শেষে এ রায় ঘোষণা করেন।

মামলার নথিসূত্রে জানা যায়, গত বছরের ২ আগস্ট বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ও শহরের গৃর্দানারায়ণপুর মহল্লার কাঠ ব্যবসায়ী শহিদুল ইসলাম খোকনের ছেলে রাহাতকে শহরের নিউমার্কেট এলাকা থেকে তার আপন খালু আবদুল লতিফ ও তার সহযোগীরা অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। কিন্তু বিষয়টি জানাজানি হয়ে গেলে শিশুটিকে জেলার নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক-সংলগ্ন একটি পাহাড়ি টিলায় নিয়ে গলা টিপে হত্যা করে গহিন জঙ্গলে ফেলে দেয় দুর্বৃত্তরা। অপহরণের ছয় দিন পর ওই পাহাড়ি টিলার জঙ্গল থেকে আসামি লতিফের স্বীকারোক্তির ভিত্তিতে শিশুটির কঙ্কাল উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতার আসামি আবদুল লতিফ (২১), আসলাম বাবু (২২), রবিন মিয়া (২০) ও ইমরান হোসেন (২১) শিশু রাহাত অপহরণ ও হত্যার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শিশুটিকে অপহরণ ও হত্যা করা নিয়ে শেরপুরে ব্যাপক চাঞ্চল্য হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, গত ২০ মার্চ রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে শেরপুরের বহুল আলোচিত এ মামলাটির গতকাল রায়ের তারিখ ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খান। মামলা দায়েরের নয় কার্যদিবস শেষে রায়ে আবদুল লতিফ, আসলাম বাবু, রবিন মিয়াকে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। অন্য আসামি ইমরান হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এর আগে শিশু রাহাত হত্যা মামলায় ২৭ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলার বাদী শিশু রাহাতের বাবা শহিদুল ইসলাম খোকন রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুততম সময়ে দণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন। এ সময় আদালত প্রাঙ্গণে অবস্থানরত আসামি আবদুল লতিফের স্ত্রী রাহাতের খালা ইতি ফাঁসির দণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর