বুধবার, ৩০ মার্চ, ২০১৬ ০০:০০ টা
চেক জালিয়াতি মামলা

ত্বকীর বাবা রাব্বি কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ত্বকীর বাবা রাব্বি কারাগারে

২০১৩ সালে খুন হওয়া স্কুলছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বিকে চেক জালিয়াতি মামলায় সাজা ভোগের জন্য গতকাল কারাগারে পাঠানো হয়েছে। রাব্বি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক। চেক জালিয়াতি মামলার বাদী নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়ার ব্যবসায়ী জালাল উদ্দিন আহমদ। মামলায় রাব্বির কারাদণ্ড ও অর্থদণ্ড হয়েছিল। এতদিন তিনি পলাতক ছিলেন। গতকাল সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজী মোহাম্মদ শহীদুল আলম চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। সোনালী ব্যাংকের এলসি জালিয়াতির মাধ্যমে ১৯ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রফিউর রাব্বির বিরুদ্ধে নারায়ণগঞ্জ অর্থঋণ আদালতে একটি প্রতারণার মামলাও চলছে। মামলায় অভিযোগের বরাত দিয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ উর রউফ জানান, রফিউর রাব্বির কাছ থেকে মামলার বাদী একখণ্ড জমি কেনার পর জানতে পারেন ওই জমিটি রাব্বি আগেই অন্য একজনের কাছে বিক্রি করেছিলেন। এ ব্যাপারে জমির ক্রেতা চাপ সৃষ্টি করলে রাব্বি জমির বর্তমান মূল্য হিসেবে ৭০ লাখ টাকা ফেরত দিতে রাজি হন। সে অনুযায়ী রাব্বি ২০১২ সালের ৮ ও ১৫ ফেব্রুয়ারি বাদী জালালউদ্দিনকে ৭০ লাখ টাকার চেক দেন। জালালউদ্দিন ওই চেক নারায়ণগঞ্জ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জমা দিলে চেক দুটি ১৬ ফেব্রুয়ারি প্রত্যাখ্যাত হয়। তখন জালালউদ্দিন ২২ ফেব্রুয়ারি উকিল নোটিস পাঠিয়ে টাকা শোধ করার তাগিদ দেন। রাব্বি নোটিস গ্রহণ করেন ১ মার্চ। নোটিসের মেয়াদ শেষ হয় ৩০ মার্চ। কিন্তু রাব্বি টাকা শোধ করেননি। তাই জালালউদ্দিন ৭০ লাখ টাকার চেক জালিয়াতি মামলা করেন। ২০১৫ সালের ২৪ জুন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মামুনুর রশীদ রায় ঘোষণা করেন। রায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২ কোটি ১০ লাখ টাকার অর্থদণ্ড করা হয়। রায় ঘোষণার পর প্রায় এক মাস পলাতক থাকেন রাব্বি। ২০১৫ সালের ১৪ জুলাই রাব্বি একই আদালতে ৩৫ লাখ টাকা জমা দিয়ে জামিন চাইলে আদালত আগামী ২৫ আগস্টের মধ্যে উচ্চ আদালতে আপিল করার শর্তে জামিন মঞ্জুর করেন। এরপর রাব্বি ৩৫ লাখ টাকা জমা দিয়ে রায় বাতিল চেয়ে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ফৌজদারি আইনের আওতায় আপিল করেন। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রাব্বির আপিল খারিজ করে দেন। হাইকোর্টের রায়ের কপিসহ নথি চলতি বছরের ১৩ মার্চ নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে এসে পৌঁছালে আদালত তা রেজিস্ট্রিভুক্ত করার আদেশ দেন। পরে আদালত সাজা পরোয়ানা জারি করেন।

সর্বশেষ খবর