শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সংঘাত ছেড়ে সংলাপের পথে আসুন : খালেদা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বল এখন শাসক দলের কোর্টে। আশা করি, তারা সংঘাতের পথ ছেড়ে সংলাপের পথে সমস্যার সমাধান করবে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠায় সবার সঙ্গে আলাপ-আলোচনার পরিবেশ তৈরি করবে। দেশের চরম সংকট উত্তরণে আমি আলেম সমাজকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানাই। এই ঢাকার রাজপথেও ওলামা-মাশায়েখ, হাফেজ ও মাদ্রাসার গরিব শিক্ষক-ছাত্রদের রক্ত ঝরেছে। সেই ত্যাগ যেন বৃথা না যায়। গতকাল রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ঐক্যজোটের (একাংশের) জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বেগম জিয়া এ আহ্বান জানান। আয়োজক সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আবদুর রকিবের সভাপতিত্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি নূর হোসেন কাসেমী, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল করিম খান, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, শফিউল আলম প্রধান, খন্দকার গোলাম মোর্ত্তজা, ড. ফরিদুজ্জামান ফরহাদ, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, আবদুর রউফ ইউসূফী, মুফতি ফজলুল হক জালালাবাদী প্রমুখ বক্তব্য রাখেন। খালেদা জিয়া বলেন, কয়েক দিন আগেই বিএনপির জাতীয় কাউন্সিল করেছি। কাউন্সিলে দেশের সার্বিক পরিস্থিতি ও সর্বশেষ রাজনৈতিক অবস্থা আমি তুলে ধরেছি। এই সমস্যা ও সংকট থেকে বেরিয়ে আসার একটা পথ-নির্দেশনাও আমরা তুলে ধরেছি। বর্তমানে দেশে যে অসুস্থ রাজনৈতিক ধারা চালু করা হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে হবে নতুন সম্ভাবনার পথ। বিএনপি চেয়ারপারসন বলেন, সবাই জানেন দেশের আজ কী অবস্থা। গণতন্ত্র নেই। জনগণের সরকার নেই। সুশাসন নেই। সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। সব খানে নৈরাজ্য চলছে। আইনশৃঙ্খলার সীমাহীন অবনতি ঘটেছে। কারও জীবনের কোনো নিরাপত্তা নেই। জাতীয় অর্থনীতি ছত্রখান হয়ে গেছে। শেয়ারবাজার ও ব্যাংকগুলো লুট হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকেও জনগণের অর্থসম্পদ আজ নিরাপদ নয়। ডিজিটাল ডাকাতি করে সে অর্থ লুটে নিয়ে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলা হচ্ছে। সাধারণ মানুষ রয়েছে সীমাহীন দুঃখ-দুর্দশায়। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হত্যা, নারীর সম্ভ্রম হরণ, দুর্নীতি, লুণ্ঠন অতীতের সব সীমা ছাড়িয়ে গেছে। তরুণরা বিপথগামী হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে বিচ্ছিন্ন ও বন্ধুহীন করে ফেলা হয়েছে। খালেদা জিয়া বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ আবহমানকাল থেকে পাশাপাশি শান্তিতে বসবাস করে আসছে। এটা আমাদের পরম গৌরবের বিষয়। সেই ঐতিহ্য ও গৌরবকে অক্ষুণ্ন রাখতে আলেম সম্প্রদায়কে এ ব্যাপারে সতর্ক ও সজাগ থাকতে হবে, যাতে আমাদের বদনাম না হয়।

সর্বশেষ খবর