শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ফার্নেস অয়েলের দাম লিটারে কমল ১৮ টাকা

নিজস্ব প্রতিবেদক

সরকার প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা কমিয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার ফার্নেস অয়েল ৬০ টাকার পরিবর্তে এখন ৪২ টাকায় বিক্রি হবে। গত রাত ১২টার পর থেকে এ নতুন দাম কার্যকর হবে। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। ফার্নেস অয়েলের দাম কমলেও ডিজেল, পেট্রল ও অকটেনের দাম কমানোর বিষয়ে কোনো ঘোষণা আসেনি। অবশ্য এর আগে মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের জানিয়েছিলেন, অন্য জ্বালানি তেলের দাম কমানোর ব্যাপারটি সরকার যাচাই-বাছাই করছে। প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে দফায় দফায় জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে সরকার দীর্ঘদিন ধরে কোনো ধরনের জ্বালানি তেলের দাম কমায়নি। অবশেষে বিভিন্ন মহল থেকে দাবির পরিপ্রেক্ষিতে এবার ফার্নেস অয়েলের দাম কমল। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দাম কমার ফলে ফার্নেস অয়েলভিত্তিক সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোয় সরকারের ভর্তুকি কমে আসবে। তবে ফার্নেস অয়েলে বিদ্যুৎ কেন্দ্র চললেও এর দাম কমার কারণে বিদ্যুতের দাম কমার বিষয়টি নাকচ করে দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমিও মনে করি এখন তেলের দাম কমাতে কোনো সমস্যা নেই।’ সর্বশেষ ২০১৩ সালে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয়ের সময় বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। সেই হারে বর্তমানে প্রতি লিটার অকটেন ৯৯, পেট্রল ৯৬, কেরোসিন ও ডিজেল ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। সে সময় প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৬০ টাকা স্থির হয়েছিল, যা গতকাল প্রজ্ঞাপন জারির মাধ্যমে কমানো হলো। ফার্নেস অয়েল সাধারণত বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা ও জাহাজে ব্যবহূত হয়।

সর্বশেষ খবর