শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন

উপাচার্যের পক্ষে শিক্ষকরা, খুনি চিহ্নিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিক্ষার্থী খুনের ঘটনায় ছাত্রলীগের একাংশের আক্রমণাত্মক বক্তব্যের পর ভিসি প্রফেসর ড. অনুপম সেনের পক্ষে দাঁড়িয়েছেন সব শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা ব্যক্ত করেন। অন্যদিকে, ক্যাম্পাসে থাকা সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে সোহেলকে উপর্যুপরি ছুরি মারার দৃশ্য প্রকাশের পর খুনি সোহান নামের এক শিক্ষার্থীকে শনাক্ত করে পুলিশ। গতকাল এক বিজ্ঞপ্তিতে তারা বলেছেন, কতিপয় ব্যক্তি ও মহল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং উপাচার্য ড. অনুপম সেনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত। এ ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। ২৯ মার্চ বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ৩১তম ব্যাচের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে বিরোধের জের ধরে কতিপয় ছাত্র ও বহিরাগতের হামলায় এমবিএর ছাত্র সোহেল নিহত হয়। মূলত বিদায় অনুষ্ঠানের পক্ষে-বিপক্ষে কতিপয় সিনিয়র ছাত্রের পরস্পর বিরোধী অবস্থান নিয়েই এ বিরোধের সৃষ্টি। বিজ্ঞপ্তিতে সোহেলের নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়। বলা হয়, নগরীর দামপাড়ায় ব্যবসা প্রশাসন অনুষদে এই হামলা প্রবর্তক মোড়ে প্রশাসনিক ভবনে কর্তৃপক্ষ সিসিটিভির মাধ্যমে দেখতে পেয়ে চকবাজার থানাকে অবহিত করে। চকবাজার থানা সোহেলের খুনের বিষয়টি তদন্ত করছে। কর্তৃপক্ষ যাবতীয় তথ্যপ্রমাণ পুলিশকে সরবরাহ করেছে।

প্রসঙ্গত, ২৯ মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষে বিবিএ’র ছাত্র নাসিম আহমেদ সোহেল মারা যায়। এরপর বুধবার দুপুরে ছাত্রলীগের একাংশ সংবাদ সম্মেলন করে ভিসি ড. অনুপম সেনের পদত্যাগ দাবি করে।

সর্বশেষ খবর