রবিবার, ১০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সাড়ে তিন বছর পর মহানগর আওয়ামী লীগের কমিটি আজ

নিজস্ব প্রতিবেদক

সম্মেলনের তিন বছর সাড়ে তিন মাস পর ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা হচ্ছে আজ। বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) ও ঢাকা মহানগর আওয়ামী লীগ (উত্তর) বিভক্ত কমিটি ঘোষণা করা হবে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রায় সাড়ে নয় বছর পর ২০১২ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনের পর কয়েক দফায় কমিটি ঘোষণার উদ্যোগ নিলেও তা হয়ে ওঠেনি। গত বছর এপ্রিলে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের পর দলের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক ও আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খানকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের জন্য পৃথক দুই কমিটি করার দায়িত্ব দেন শেখ হাসিনা। তারা দক্ষিণে এম এ আজিজকে সভাপতি ও শাহে আলম মুরাদকে সাধারণ সম্পাদক এবং উত্তরে ঢাকা-১১ এমপি এ কে এম রহমত উল্লাহ ও মো. সাদেক খানকে সভাপতি ও সম্পাদক করে কমিটি জমা দেন। কিন্তু গত ২৩ জানুয়ারি মহানগরের সভাপতি এম এ আজিজ মারা যাওয়ার পর তারস্থলে আবুল হাসনাতকে সভাপতি মনোনীত করা হয়। নাটকীয় কোনো পরিবর্তন না হলে তারাই আসছেন বিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের দায়িত্বে। বর্তমানে আবুল হাসনাত লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ও শাহে আলম মুরাদ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এ কে এম রহমত উল্লাহ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাদেক খান মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ খবর